কলকাতা হাইকোর্টে PA/স্টেনোগ্রাফার গ্রুপ – C পদে নিয়োগ | Kolkata Highcourt Group-C Jobs Recruitment For HS Pass

Kolkata Highcourt Jobs Recruitment For HS Pass কলকাতা হাইকোর্টে PA/স্টেনোগ্রাফার গ্রুপ – C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত


Kolkata Highcourt Group-C Jobs


কলকাতা হাইকোর্টে PA/স্টেনোগ্রাফার গ্রুপ – C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য আপনার উচ্চ মাধ্যমিক পাস ও কমপিউটার অ্যাপ্লিকেশন এর বেসিক জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া আপনাকে রাজ্যের আঞ্চলিক ভাষা জানতে হবে। এখানে আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ১২ এপ্রিল। বিজ্ঞপ্তিতে মোট ১৭ টি শূন্যপদ এর কথা উল্লেখ রয়েছে। আগ্রহী পার্থী কিভাবে আবেদন করতে পারবে ও আবেদন মূল্য কত রাখা হয়েছে জনার জন্য পুরো পোস্টটি পড়ুন। এবং আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

প্রতিষ্ঠান কলকাতা হাইকোর্ট
পদের নাম PA/স্টেনোগ্রাফার
বিজ্ঞপ্তি প্রকাশিত ২২.০৩.২০২২
শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস
আবেদন শুরু ২২.০৩.২০২২
আবেদন শেষ ১২.০৪.২০২২
শূন্য পদ ১৭
চাকরির স্থান কলকাতা, পশ্চিমবঙ্গ

Kolkata Highcourt Group-C Jobs Recruitment For HS Pass

শিক্ষাগত যোগ্যতা ~

  • পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ বা তার সমমানের পরীক্ষা একটি স্বীকৃত কাউন্সিল/বোর্ড/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
  • শর্টহ্যান্ড এবং টাইপিং স্পীড 120 w.p.m এবং 30 w.p.m থাকতে হবে।
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সাধারণ ধারণা থাকা প্রয়োজন।

বয়স সীমা ~

১ জানুয়ারি ২০২২ – এ আপনার বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। (S.C এবং S.T. প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা 5 বছর শিথিল যোগ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্ধার জন্য)। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে, বয়সের ঊর্ধ্ব সীমা 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সুণ্যপদ ~ মোট ১৭ টি শূন্যপদ রয়েছে।

বেতন ~ (₹) ২৮,৯০০ – ৩২,৫০০ টাকা (বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি দেখুন)

আবেদনের শেষ তারিখ ~ ১২.০৪.২০২২

আবেদন মূল্য ~ আবেদন মূল্য রয়েছে ৮০০ টাকা এবং পশ্চিমবঙ্গের ST, SC দের আবেদন মূল্য ৩০০ টাকা। পশ্চিমবঙ্গের শ্রম বিভাগের পর্থিদের কোনো আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি (How To Apply)

একটি সাদা কাগজে হতে লেখা বা টাইপ করা আবেদন পত্র কলকাতা হাইকোর্টে পোস্ট করে পাঠাতে হবে। আবেদন পত্রের মধ্যে কি কি লেখতে হবে এবং পাত্রটি কেমন ভাবে লেখতে হবে তা অফিসিয়াল নোটিস এর মধ্যে দেওয়া রয়েছে। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে দেখতে পারেন। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আপনার কিছু ডকুমেন্ট এর কপি পাঠাতে হবে।

আবেদন পত্র একটি বন্ধ খামে উল্লেখ করে ১২ এপ্রিল বিকেল ৪ টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো আবেদন পত্র গ্রহণ করা হবে না।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

যোগ্য পার্থীদের শর্টহ্যান্ড এবং টাইপিং স্পীড এর টেস্ট নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের একটি প্যানেল প্রস্তুত করা হবে এবং একই দাঁড়ানো হবে তার বিজ্ঞপ্তির তারিখ থেকে বা পূরণ করার সময় এক বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। অবহিত করা শূন্যপদ, যেটি আগে।

কোন বিরোধের ক্ষেত্রে, মাননীয় প্রধান বিচারপতির সিদ্ধান্ত / মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চূড়ান্ত হবে বলে বিজ্ঞপ্ততে উল্লেখ করা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )

বিজ্ঞপ্তি প্রকাশিত – ২২.০৩.২০২২

আবেদন শুরু – ২২.০৩.২০২২

আবেদন শেষ –  ১২.০৪.২০২২

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

অফিসিয়াল নোটিস – Click Here 

অফিসিয়াল ওয়েবসাইট Click Here

আমাদের টেলিগ্রাম – Click Here

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment