পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় তসর বন্ধু নিয়োগ বিজ্ঞপ্তি 2022

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে কৃষি বিকাশ যোজনা আওতায় তাসার বন্ধু পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কৃষি বিকাশ যোজনা আওতায় গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য এই বিরাট বড় সুখবর। এখানে সমস্ত চাকরিপ্রার্থী নিজের এলাকা এবং বাড়িতে বসেই কাজ করতে পারবেন ও প্রতিমাসে বেতন দেওয়া হবে। এখানে শুধু মাত্র চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন।পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস বেশ কয়েকটি জেলায় কৃষি বিকাশ যোজনা আওতায় আর কে ভি ওয়াই প্রকল্পের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাহলে আপনি এই চাকরি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। এখানে চাকরি করতে হলে চাকরি সমদ্ধে বিস্তারিত তথ্য ও নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে ভালো করে জেনে নেবেন।

যোজন কৃষি বিকাশ যোজনা
পদের নামতসর বন্ধু (গ্ৰুপ ডি)
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
আবেদন শুরু23.05.2022
আবেদন শেষ03.06.2022
ইন্টারভিউ তারিখ14.06.2022

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় তসর বন্ধু নিয়োগ বিজ্ঞপ্তি 2022

পদের নাম ~ এখানে কৃষি বিকাশ যোজনা আওতায় তসর বন্ধু (গ্ৰুপ ডি) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।

বয়সসীমা ~ এখানে যদি চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 45 বছরের কম।

আবেদন পদ্ধতি

যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনের আবেদনপত্র টি জমা দিতে হবে। চাকরি প্রার্থীরা আবেদনপত্র টি ফিলাপ করে তার সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে ব্লকে গিয়ে ড্রপবক্সে গিয়ে জমা দিতে হবে।

আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন ~এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের নিচে দেওয়া কাজপএ গুলো জমা দিতে হবে।

  • মাধ্যমিক পাস সার্টিফিকেট ও এডমিট কার্ড
  • আধার কার্ডের জেরক্স
  • ভোটার কার্ডের জেরক্স
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • স্থয়ী বাসিন্দা প্রমান পএ

আবেদন তারিখ ~এখানে যদি আবেদন করতে ইচ্ছুক তাহলে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 23/05/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 03/06/2022 তারিখ পর্যন্ত।

ইন্টারভিউ স্থান ~কাশিপুর ব্লক অফিসে ইন্টারভিউ হবে 11:30 ইন্টারভিউ শুরু হবে।

ইন্টারভিউ এর তারিখ ~ইন্টারভিউ স্থানে 14/06/2022 তারিখে ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে।

নিয়োগ পদ্ধতি

চাকরি প্রার্থীদের এখানে কোন রকম পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ডকুমেন্টস জমা করলেই নিয়োগ জন্য ডাকা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিষয়তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত23.05.2022
আবেদন শুরু23.05.2022
আবেদন শেষ30.06.2022
অফিসিয়াল নোটিসClick Here
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্রামClick Here

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment