পশ্চিমবঙ্গের DM অফিসে গ্রুপ-ডি পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি 2022

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অষ্টম শ্রেণী পাশে সরাসরি গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরি করতে হলে কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা অষ্টম শ্রেণী পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন।এটি পুরো পুরি সরকারি চাকরি এবং এখানে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আগ্ৰহী তার অবশ্যই বিস্তারিত খবরটি ভালো করে জেনে নেবেন এবং নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে চাকরি সম্বদ্ধে ভালো করে জেনে নেবেন।

প্রতিষ্ঠানDM Office
পদের নামORDERLY (গ্ৰুপ-ডি)
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাস
ইন্টারভিউ তারিখ30.04.2022
স্থানউত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ

উত্তর দিনাজপুরে DM অফিসে নিয়োগ 2022

পদের নাম ~ গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, পদের নাম হল-ORDERLY.

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস। এছাড়াও আরো উচ্চ শিক্ষিত হলেও আবেদন করতে পারবেন তবে শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস/ মাধ্যমিক পাস যোগ্যতা গন্য করা হবে।

বয়স সীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 21থেকে 40 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি (Apply Process)

চাকরি প্রার্থীদের আগে থেকে কোন রকম আবেদন করা প্রয়োজন নেই চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে এবং ওই দিনই ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আগ্ৰহী তার অবশ্যই ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে 9:30 এ, এরপর সেখানে গিয়ে ফরম ফিলাপ করতে হবে।

সরাসরি ইন্টারভিউ এর তারিখ ~চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 30-04-2022 তারিখ সকাল 11 মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ দিন যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন ~ইন্টারভিউ দিন নিচে দেওয়া সমস্ত অরিজিনাল কপি জেরক্স কপি নিয়ে যেতে হবে-

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • আধার কার্ড/ভোটার কার্ড
  • আবেদন ফর্ম
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ফটো কপি

নিয়োগ পদ্ধতি (Selection Process)

এখানে কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা সকলে ইন্টারভিউ দিতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links)

বিজ্ঞপ্তি প্রকাশিত22/04/2022
আবেদন শেষ30/04/2022
ইন্টারভিউ30/04/2022

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “পশ্চিমবঙ্গের DM অফিসে গ্রুপ-ডি পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি 2022”

Leave a Comment