WBSETCL Jobs Recruitment 2022: 62 Post In Graduate & Technician Apprentices
পশ্চিমবঙ্গ রাজ্যের ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL) এ Graduate এবং Technician ApprenticesGraduate পদে চুক্তি ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৬২ টি শূন্য পদ রয়েছে। আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও আগ্রহী পার্থীরা কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়ের নিচে বিস্তারিত উল্লেখ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।
প্রতিষ্ঠান | WBSETCL |
পদের নাম | Graduate এবং Technician Apprentices |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১.০২.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | Diploma, Degree (Electrical Engg) |
আবেদন শুরু | ২১.০২.২০২২ |
আবেদন শেষ | ১১.০৩.২০২২ |
শূন্য পদ | ৬২ টি |
চাকরির স্থান | পশ্চিমবঙ্গ |
WBSETCL Recruitment For Graduate & Technician Apprentices Post
শিক্ষাগত যোগ্যতা ~
Graduate পদের জন্য শিক্ষা গত যোগ্যতা প্রয়োজন ডিগ্রী (নির্বাচিত ইঞ্জিনিয়ার)
এবং Technician Apprentices পদে আবেদন করার জন্য Elect Engg/ Technology তে ডিপ্লোমা থাকা প্রয়োজন
বয়স সীমা ~
Graduate পদের জন্য সর্বনিম্ন বয়স সীমা রয়েছে 22 বছর
এবং Technician Apprentices পদের জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর প্রয়জন
নিয়ম অনুযায়ী SC/ST/OBC/PH/ প্রাক্তন সেনা প্রার্থীদের জন্য বয়স শিথিলকরণ গ্রহণযোগ্য ।
সুণ্যপদ ~
Graduate- ১৬ টি এবং Technician Apprentices – ৪৬ টি, মোট ৬২ টি শূন্যপদ রয়েছে
বেতন ~ উল্লেখ নেই
আবেদনের শেষ তারিখ ~ ১১.০৩.২০২২
আবেদন মূল্য ~ উল্লেখ নেই
আবেদন পদ্ধতি (How To Apply)
আবেদন করার জন্য প্রথমে the National Apprenticeship Training Scheme (NATS) এর ওয়েব পোর্টালে (https://portal.mhrdnats.gov.in). ১১.০৩.২০২২ তারিখের আগে রেজিস্ট্রার করতে হবে। যে সব পার্থী আগে থেকেই রেজিষ্টার করে রেখেছে তাদের নিজের তথ্য আপডেট করতে হবে।
তারপর NATS রেজিষ্টার করা ই-মেইল আইডি থেকে অফিসিয়াল নোটিস এ দেওয়া ফর্ম্যাট অনুযায়ী wbsetclapprentice@gmail.com ই-মেইল অ্যাড্রেসে ১১.০৩.২০২২ তারিখের মধ্যে ই-মেইল পাঠাতে হবে।
আপনি যে ইমেইল টি পাঠাবেন তার সাবজেক্ট তে APPLICATION FOR ENGAGEMENT ASAPPRENTICE_(NATS Registration No) লিখতে হবে। এছাড়া আরো কিছু নিয়মাবলি রয়েছে, বিস্তারিত জনার জন্য অফিসিয়াল নোটিস টি দেখুন।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
সঠিক আবেদন করা পার্থী দের প্রথমে মারেট লিস্ট তৈরি করা হবে এবং যোগ্য পার্থী দের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য বিদ্যুৎ ভবন, সল্ট লেক এ ডাকা হবে, তারপর তাদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং এর টাইম অফিসিয়াল নোটিস এর মধ্যে রয়েছে। ট্রেনিং করা পার্থী দের পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে ডাকা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )
বিজ্ঞপ্তি প্রকাশিত – ২১.০২.২০২২
আবেদন শুরু – ২১.০২.২০২২
আবেদন শেষ – ১১.০৩.২০২২
প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )
অফিসিয়াল নোটিস – Click Here
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
আমাদের টেলিগ্রাম – Click Here
আরো পড়ুন ~