Ministry of Jal Shakti Recruitment 2023: মিনিস্ট্রি অফ জল শক্তি পক্ষ থেকে Director & Head Of Institute পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Ministry of Jal Shakti |
---|---|
পদের নাম | Director & Head Of Institute |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ১,৪৪,২০০/- থেকে ২,১৮,২০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | jalshakti-dowr.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
পানীয় জল দপ্তরে Group-A পদে কর্মী নিয়োগ ২০২৩(Ministry of Jal Shakti Recruitment 2023)
পদের নাম (Post Name)
মিনিস্ট্রি অফ জল শক্তি পক্ষ থেকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Director Head Of Institute
মোট শূন্যপদ (Total Vacancy)
Ministry of Jal Shakti Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ১টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Jal Shakti Director Head Of Institute Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে B. Tech (Civil/Chemical) সহ M.Tech Engineering পাশ করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
Jal Shakti Director Head Of Institute Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫৮ বছর বয়সে মধ্যে হওয়া প্রয়োজন। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
মিনিস্ট্রি অফ জল শক্তি Director Head Of Institute পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১,৪৪,২০০/- থেকে ২,১৮,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে। এবং ওই মুখ বন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে পদে নাম।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Under Secretary, Department Of Drinking Water & Sanitation,4 th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi -১১০০০৩
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
এখানে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা ২০.০৩.২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শিক্ষাগত যোগ্যতার মনের ভিত্তিতে সর্টলিস্ট তৈরি করে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৮.০২.২০২৩ |
আবেদন শুরু | ১৮.০২.২০২৩ |
আবেদন শেষ | ২০.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |