মাধ্যমিক পাসে রেলওয়ে তে চাকরির সুযোগ | 10th Pass Railway Jobs Opportunities 2022

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ রেলে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত বাসিন্দা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। এখানে মোট শূন্যপদ রয়েছে 3000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে য়ার মধ্যে পশ্চিমবঙ্গেই 2972 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বাসিন্দা পুরুষ ও মহিলা সকলে আবেদন করার সুযোগ পাবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে ভালো করে জেনে নিতে পারেন।

পদের নামরেলওয়ে কর্মী
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
মোট শূন্যপদ3000 টি শূন্য পদ পশ্চিমবঙ্গেই 2972 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে
আবেদন শেষ তারিখঅনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 11.04.2022 তারিখ থেকে এবং অনলাইনে আবেদন চলবে 10.05.2022 তারিখ পর্যন্ত

মাধ্যমিক পাসে রেলওয়ে তে চাকরির সুযোগ | 10th Pass Railway Jobs Opportunities 2022

শূন্যপদ ~পশ্চিমবঙ্গে মোট 2972 শূন্যপদ রয়েছে।এর মাধ্যে যে সব ডিভিশনে যত জন কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –

  • হাওড়া- 659
  • শিয়ালদহ- 297
  • লিলুয়া- 612
  • কাচরাপাড়া- 187
  • মালদা- 138
  • আসানসোল- 412
  • জামালপুর ডিভিশন-667

শিক্ষাগত যোগ্যতা ~এখানে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শুধু মাত্র মাধ্যমিক পাস হতে হবে। পশ্চিমবঙ্গে যে কোন স্থানে বাসিন্দা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করা সুযোগ পাবেন।

বয়সসীমা ~এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করবেন তাদের বয়স হতে হবে 15 বছরের বেশি। এখানে চাকরি করতে হলে প্রার্থীর বয়স সীমা 24 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেনী চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন মূল্য ~এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে এছাড়াও অন্যান্য ক্যাটাগরির চাকরি প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।

আবেদন পদ্ধতি

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা সরাসরি অনলাইনে মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটের গিয়ে অনলাইন মাধ্যম আবেদন করতে পারবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর এই ওয়েবসাইটের গিয়ে- rrcer.com. নিচে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে থেকে চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শুরুত্বপূর্ন তারিখ ~ যেহেতু এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 11/04/2022 তারিখ থেকে এবং অনলাইনে আবেদন চলবে 10/05/2022 তারিখ পর্যন্ত।যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আগ্ৰহী তার অবশ্যই তাড়াতাড়ি আবেদন করুন।

নিয়োগ পদ্ধতি

যেহেতু চাকরি প্রার্থীকে কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ম্যারিড উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি প্রকাশিত11.04.2022
আবেদন শুরু11.04.2022
আবেদন শেষ10.05.2022
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment