এবছর নতুন করে যুবশ্রী প্রকল্প আবেদন করলেই ১৫০০ টাকা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে, বিস্তারিত আজকের প্রতিবেদনে

Photo of author

By banglaportal.in

Yuvasree Prakalpa Full Details: বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর। প্রত্যেকেই পাবেন ১৫০০ টাকা। রাজ্যের চাকরির অভাব! এই অবস্থায় বেকারদের অনেক অসুবিধা হচ্ছে দিন কাটাতে। অনেকেই বড়ো বড়ো ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছেন, কোনো ইনকাম করার পথ নেই।

যুবশ্রী প্রকল্প কি ?

পশ্চিমবঙ্গ সরকার বেকার দের আর্থিক সাহায্যের জন্য এই প্রকল্পের সূচনা করেন। এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে আবেদনকারীর ব্যাংক একাউন্টে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে এটি একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই অনেকেই আর্থিক সাহায্য পেয়েছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো রাজের বেকার যুবক-যুবতিদের আর্থিক অনুদান প্রদান করা।

এই প্রকল্পে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে

১) পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।

৩) পরিবারের শুধুমাত্র একজন বেকার যুবক অথবা যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন।

৪) আবেদনকারীর বয়স অবশ্যই সর্বনিন্ম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

৫) আপনি সরকারি বা বেসরকারি কোনো কাজে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (মাধ্যমিক মার্কশিট, অ্যাডমিট)
  • আঁধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • বায়োডাটা (CV)
  • ব্যাঙ্ক একাউন্ট
1500 taka directly to the bank account after applying Yuvashri scheme

যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন

যুবশ্রী প্রকল্পে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

১) প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট employmentbankwb.gov.in ওপেন করুন।

২) হোম পেজেই দেখতে পাবেন New Enrollment Job Seeker অপশন সেই অপশনে ক্লিক করলেই একটি ফর্ম ওপেন হবে সেই ফর্মটি ভালোভাবে পূরণ করুন।

৩) এরপর আবেদনকারীর ফটো এবং স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট জায়গায় আপলোড করুন।

৪) সবশেষে সাবমিট করলেই একটি প্রিন্ট কপি পেয়ে যাবেন। সেই কপিটি প্রিন্ট করে রাখুন।

৫) সেই প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার পার্শবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে ৬০ দিনের মধ্যে জমা করে আসতে হবে।

৬) আপনার রেজিস্টার মোবাইল নম্বর এ এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে একটি লগইন ID & Password দেওয়া হবে।

৭) এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট মাঝে মধ্যে চেক করবেন। নতুন নতুন লিস্ট দেওয়া হয়। সেই লিস্টে আপনার নাম থাকলেই আপনি পরের মাস থেকেই ১৫০০ টাকা বেকার ভাতা পেতে শুরু করবেন।

যুবশ্রী প্রকল্পের আরও কোনো প্রশ্ন জানার থাকলে সরাসরি অফিসিয়াল টোল ফ্রি নম্বরে ফোন করুন

Contact no – 033-22376300

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প এবং চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমরা সব সময় চেষ্টা করি নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট গুলি সবার আগে দিতে।