Aadhaar Mitra 2023: এই ডিজিটাল যুগে পিছিয়ে নেয় ভারতও। AI (Artificial Intelligence) এর মাধ্যমেই ইন্টারনেটের ৯০% কাজ সম্পূর্ণ হয়। চ্যাটবট লঞ্চ করলো UIDAI ( আঁধার প্রস্তুতিকারী সংস্থা )। আঁধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। যেটি প্রত্যেক ভারতীয় কে করে রাখতেই হবে। এই নথি না থাকলে আপনি ব্যাংকের কোনো ধরণের কাজ করতে পারবেন, যেমন – টাকা লেনদেন, টাকা ট্রান্সফার, নতুন একাউন্ট ওপেন ইত্যাদি। তাছাড়াও যেকোনো অফিসিয়াল কাজের জন্য এই আঁধার কার্ড অতি প্রয়োজনীয় একটি নথি। তাই অবশ্যই প্রত্যেকের উচিৎ এই আঁধার কার্ড নির্ভুল রাখার। যদি আপনার Aadhaar Card এ কোনো রকম সমস্যা থাকে যেমন – নিজের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি পরিবর্তন করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। UIDAI এর নতুন একটি পরিষেবার ব্যাপারে আজকে আলোচনা করবো। যেই পরিষেবার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আঁধার কার্ডের যেকোনো সমস্যা সমাধান করতে পারবেন।

UIDAI এর নতুন পরিষেবার বিস্তারিত তথ্য
১) আঁধার মিত্র (Aadhaar Mitra) নামে চ্যাটবটটি লঞ্চ করা হয়। আঁধার কার্ডের বেশ কিছু সমস্যার সমাধান করবে এই চ্যাটবটটি।
২) প্রায় প্রত্যেক বাড়িতেই আঁধার কার্ডের সমস্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেই সমস্যা গুলি হয় – নাম, ঠিকানা, বয়স, বাবার নাম, স্বামীর নাম, ফোন নম্বর, ফটো ইত্যাদি। আর এই সমস্যা গুলি চ্যাটবট খুব সহজেই বুঝতে পারবে এবং আপনার সমস্যার সমাধানের সমস্ত প্রসেস বলে দেবে।
৩) আপনাদের টুইটার ব্যবহারকারী হয়ে থাকলে অবশ্যই UIDAI এর টুইটার একাউন্ট চেক করবেন, সেখানে তাঁরা এই চ্যাটবট অর্থাৎ Aadhaar Mitra – র ব্যাপারে বলেছেন।
৪) এই চ্যাটবট এর মাধ্যমে আপনি PVC কার্ড এর স্টেটাস ও খুব সহজেই জানতে পারবেন। অর্থাৎ আপনারা যাঁরা UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে PVC কার্ড অর্ডার করেছেন সেই স্টেটাস দেখতে পাবেন।
৫) প্রত্যেকেরই আঁধার কার্ড নিয়ে কোনো না কোনো সমস্যা রয়েছে। আর আপনার সমস্যা আপনি চ্যাটবট কে জানালে খুব সহজেই তাঁরা আপনার সমস্যার সমাধান করে দেবে।
আপনি চ্যাটবটটি কিভাবে ব্যবহার করবেন ?
- প্রথমত আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট – www.uidai.gov.in- এ যেতে হবে।
- দ্বিতীয়ত আপনি আপনার ভাষা নির্বাচন করবেন।
- ওয়েবসাইট এর হোম পেজটি ওপেন হলেই আপনি Aadhaar Mitra নামে একটি পপ আপ উইন্ডো দেখতে পাবেন।
- সেই Aadhaar Mitra তে ক্লিক করলেই আপনি চ্যাটবট এর সাথে কথা বলতে পারবেন এবং আপনার সমস্যা তাদের কে জানাতে পারবেন।
- অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এই পরিষেবা নতুন ভাবে লঞ্চ করা হয়েছে তাই এখন শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতে কথা বলা যাবে। তবে পরবর্তী সময়ে আরও বিভিন্ন ভাষা যুক্ত হবে।
তো বন্ধুরা এই ছিল আঁধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। পরবর্তী আঁধার কার্ড সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো রাখবেন।