Aadhaar-Pan Card Link: কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা প্যান কার্ড এর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সম্পর্কিত কড়া নিয়ম। আঁধার কার্ডের সঙ্গে পান কার্ডের লিঙ্ক না করলে আগামী ১ এপ্রিল ২০২৩ তারিখ আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে এবং ১০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। গত কয়েক মাস থেকে আধা কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার তারিখ বেড়েই চলেছে, এখন ৩১ মার্চ ২০২৩ হচ্ছে শেষ তারিখ। আপনারা যদি এখনও লিঙ্ক করে না থাকেন তাহলে ৩১ মার্চ এর মধ্যে লিঙ্ক করিয়ে জরিমানার হাত থেকে বাঁচতে পারেন।

১০০০ টাকা জরিমানা থেকে বাঁচার উপায়
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এর নির্দেশ অনুযায়ী আগামী ৩১এই মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতা মূলক। আপনি যদি এই তারিখের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যাবে। এবং ৩১ এই মার্চ ২০২৩ এর পর লিঙ্ক করলে ১০০০ টাকা জরিমানা লাগবে। সরকার থেকে কিছু কিছু ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কে ছাড় দিয়েছেন। আপনি যদি তাদের মধ্যে পড়েন তাহলে আপনি ১০০০ টাকা জরিমানা থেকে বাঁচতে পারবেন। অনথ্যা আপনি ৩১ এই মার্চের আগে লিঙ্ক করিয়েও জরিমানা থেকে বাঁচতে পারেন। কাদের এই কাজ না করলেও হবে এবং যাদের করতে হবে তারা কিভাবে করবে এই বিষয়ে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।
করা ছাড় পাবেন?
- অসম, মেঘালয় ও জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা হয়ে থাকলে আপনাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে না।
- আয়কর আইন, ১৯৬১-র নিয়ম অনুযায়ী, যদি আপনি অনাবাসী ভারতীয় হন, তাহলে আপনি ছাড় পেয়ে যাবেন।
- আপনি যদি ভারতীয় নাগরিক না হন, তাহলে আপনাকে লিঙ্ক করতে হবে না।
- আপনার বয়স যদি ৮০ বছর বা তার বেশি হয়ে থাকে তাহলেও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর প্রয়োজন নেই।
আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার পদ্ধতি
আপনারা নিজের বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। এরজন্য আপনাদের www.incometax.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
- ইনকাম ট্যাক্স ই-ফাইলিং এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ যান।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আয়কর পোর্টালে লগইন করুন।
- এরপর মেনু বারে প্রোফাইল সেটিংস তে যান।
- এরপর Link Aadhar বিকল্পটি বেছে নিন।
- এরপর এখানে প্যান কার্ড নম্বর, আধার কার্ডের বিবরণ, নাম এবং মোবাইল নম্বর দিন।
- এরপর আপনি I agree to verify my Aadhaar details বিকল্পটি বেছে নিন।
- এরপর Continue তে ক্লিক করুন।
- আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP আসবে।
- এরপর OTP দিয়ে Validate তে ক্লিক করুন।
আরো পড়ুন: মোবাইলের মাধ্যমে রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি
হোয়াটসঅ্যাপ | Join Group |
টেলিগ্রাম | Join Here |
অন্যান্য সরকারি প্রকল্প | Click Here |
টাকা লাগবে 1000 এখন