Aadhar Card Photo Change Online: আধার কার্ড হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ আইডি প্রমাণ পত্র। সরকারি বা প্রাইভেট চাকরিতে আবেদন করার জন্য সরকারি প্রকল্পে আবেদন করার জন্য তাছাড়া আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই আইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে। ভারতের প্রায় সমস্ত নাগরিকের কাছে আধার কার্ড রয়েছে। অনেকের আধার কার্ড ছোটবেলায় বানানো আবার অনেকের আধার কার্ডের মধ্যে ছবি পরিষ্কার না থাকার কারণে ছবি পরিবর্তন করার কথা ভাবেন। কিভাবে আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন এই নিবন্ধের মধ্যে পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে।
অনলাইনে আধার কার্ডের ফটো পরিবর্তন (Aadhar Card Photo Change Online)
আপনি যদি সরাসরি আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে লাইনে দাঁড়াতে হতে পারে বা কাজের জন্য অনেক সময় লেগে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো একদিনে এই কাজ সম্পন্ন করা সম্ভব নাও হতে পারে এ ক্ষেত্রে আপনাকে দিনের পর দিন আধার সেবা কেন্দ্রের চক্কর কাটতে হবে। আপনি এসব চক্করে না পড়ে কিভাবে অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ফটো পরিবর্তন করতে পারবেন সে বিষয়ে নিচে বিস্তারিত উল্লেখ করা রয়েছে।

অনলাইন আধার কার্ড ছবি পরিবর্তন অ্যাপয়েন্টমেন্ট (Aadhar Card Photo Change Appointment)
অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ফটো পরিবর্তন করার জন্য uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাবার পর নিজের মোবাইল নম্বরের সাহায্যে লগইন করতে হবে। অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ছবি পরিবর্তন সম্পূর্ণ কাজ হয় না। এর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রেই যেতে হবে। কিন্তু অনলাইনের মাধ্যমে কিছু টা প্রসেস করতে পারবেন এবং আপনি আপনার সময় মতো আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যার ফলে আপনাকে আর লাইনে দাড়াতে হবে না। খুব কম সময়ের মধ্যেই নিজের আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। অনলাইন আধার কার্ডের ছবি পরিবর্তনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদক্ষেপগুলো নিচে দেওয়া রয়েছে।
- প্রথমে https://ask1.uidai.gov.in/ ওয়েবসাইটে যান (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)।
- আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিন।
- ক্যাপচার কোডটি পূরণ করে Generate OTP তে ক্লিক করুন।
- এর পর ম্যাসেজের মাধ্যমে প্রাপ্ত OTP দিয়ে এগিয়ে যান।
- আধার নম্বর, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে Appointment Details পূরণ করে Next তে ক্লিক করুন।
- এরপর আপনি যদি ছবি পরিবর্তন করতে চান তাহলে Biometric বেছে নিন।
- এর জন্য আপনার ১০০ টাকা অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন।
- এরপর Next তে ক্লিক করে নিজের পছন্দ মত তারিখ ও সময় বেছে নিয়ে Next তে ক্লিক করুন।
- আপনার সামনে সমস্ত তথ্য আসবে, সেগুলি ঠিক আছে কি না যাচাই করে Next তে ক্লিক করুন।
- এরপর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফী জমা করুন।
- এরপর আপনার সামনে একটি রিসিপ্ট আসবে সেটিকে প্রিন্ট করে বা মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে।
- নিজের নির্বাচন করা তারিখে ওই রিসিপ্ট নিয়ে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
- অনলাইনে অ্যাপ্লিকেশন ফী দেওয়ার কারণে আপনাকে আর আধার সেবা কেন্দ্রে টাকা দিতে হবেনা।
গুরুত্বপূর্ন লিঙ্ক (Importent Links)
- ডাইরেক্ট লিঙ্ক: Click Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন: অনলাইনে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন ২০২৩