AAI Junior Assistant Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৩৪২ টি শূন্যপদে Junior Assistant, Junior Executive সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের ৩১,০০০/- থেকে ১,৪০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Airports Authority of India (AAI) |
---|---|
পদের নাম | Junior Assistant, Junior Executive সহ আরো বিভিন্ন |
মোট শূন্যপদ | ৩৪২ টি |
বেতন (₹) | ৩১,০০০ – ১,৪০,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | aai.aero |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
এয়ারপোর্টে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- JuniorAssistant (Office)
- Senior Assistant (Accounts)
- Junior Executive (Common Cadre)
- Junior Executive (Finance)
- Junior Executive (F Services)
- Junior Executive (Law)
মোট শূন্যপদ
AAI এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৩৪২ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Junior Assistant (Office) | ০৯ টি |
Senior Assistant (Accounts) | ০৯ টি |
Junior Executive (Common Cadre) | ২৩৭ টি |
Junior Executive (Finance) | ৬৬ টি |
Junior Executive (Fire Services) | ০৩ টি |
Junior Executive (Law) | ১৮ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করা জন্য আবেদনকারী যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে CA বা ICWA, B.Com, LLB, Degree, BE বা B.Tech, স্নাতক, MBA কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা
এখানে Junior Executive (Fire Services), Junior Executive (Law) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও বাকি সব পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে আবেদনকারী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন
এখানে আবেদনকারী প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
Junior Executive (Office) | ৩১,০০০/- থেকে ৯২,০০০/- |
Senior Assistant (Accounts) | ৩৬,০০০/- থেকে ১,১০,০০০/- |
Junior Executive (Common Cadre) | ৪০,০০০/- থেকে ১,৪০,০০০/- |
Junior Executive (Finance) | ৪০,০০০/- থেকে ১,৪০,০০০/- |
Junior Executive (Fire Services) | ৪০,০০০/- থেকে ১,৪০,০০০/- |
Junior Executive (Law) | ৪০,০০০/- থেকে ১,৪০,০০০/- |
আবেদন পদ্ধতি
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে Junior Assistant, Junior Executive সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে রেফারেন্স জন্য আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ০৪ সেপ্টেম্বর ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | |
আবেদন শুরু | ০৫.০৮.২০২৩ |
আবেদন শেষ | ০৪.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: aai.aero
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here