AAI Junior Executives Recruitment 2022-23: যেসকল চাকরি প্রার্থী এয়ারপোর্ট-এ চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর দ্বার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 596 টি শূন্যপদে জুনিয়ার এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের বাসিন্ধা হলেই এখানে আবেদন করতে পারবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 21 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Airport Authority Of India (AAI) |
---|---|
পদের নাম | জুনিয়ার এক্সিকিউটিভস |
মোট শূন্যপদ | 596 টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | aai.aero |
টেলিগ্রাম | Join Here |
এয়ারপোর্ট-এ কর্মী নিয়োগ ২০২২-২৩ | AAI Junior Executives Recruitment 2022-23
পদের নাম – Post Name
এখানে Airport Authority Of India (AAI) তে জুনিয়ার এক্সিকিউটিভস পদে নিয়োগ করা হবে। পদের নাম নিচের তালিকায় দেওয়া হলো –
- Junior Executive (Engineering- Civil)
- Junior Executive (Engineering- Electrical)
- Junior Executive (Electronics)
- Junior Executive (Architecture)
শূন্যপদ – AAI Junior Executives Recruitment 2022-23 Vacancy
এখানে সব মিলিয়ে মোট 596 টি শূন্যপদ রয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Junior Executive (Engineering- Civil) | 62 টি |
Junior Executive (Engineering- Electrical) | 84 টি |
Junior Executive (Electronics) | 440 টি |
Junior Executive (Architecture) | 10 টি |
মোট | 596 টি |
শিক্ষাগত যোগ্যতা – AAI Junior Executives Recruitment 2022-23 Educational Qualification
এখানে প্রত্যেকটি পদে আবেদন করার জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত নিচের সারণিতে উল্লিখিত রয়েছে –
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
Junior Executive (Engineering- Civil) | Bachelor’s Degree in Engineering/ Technology in Civil |
Junior Executive (Engineering- Electrical) | Bachelor’s Degree in Engineering/ Technology in Electrical |
Junior Executive (Electronics) | Bachelor’s Degree in Engineering/ Technology in Electronics |
Junior Executive (Architecture) | Bachelor’s Degree in Engineering/ Technology in Architecture |
বয়সসীমা – AAI Junior Executives Recruitment 2022-23 Age Limit
21 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো 27 বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।
আবেদন পদ্ধতি – AAI Junior Executives Recruitment 2022-23 Apply Process
এখানে যোগ্য পার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। Airports Authority of India এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিচে দেওয়া আবেদন লিঙ্ক থেকে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন।
- নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
- অনলাইন আবেদনপত্রটি পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফী প্রদান করুন।
- আবেদন সম্পন্ন হলে প্রিন্ট করে রাখুন।
আবেদন মূল্য – AAI Junior Executives Recruitment 2022-23 Application Fee
এখানে আবেদন করার জন্য 300 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwD এবং মহিলা পারথীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ – AAI Junior Executives Recruitment 2022-23 Last Date
এখানে আবেদন করার শেষ তারিখ হলো 21 জানুয়ারি 2023। আগ্রহী পার্থীদের কাছে অনুরোধ তারা যেন এই তারিখের আগে আবেদন করে।
নিয়োগ প্রক্রিয়া – AAI Junior Executives Recruitment 2022-23 Selection Process
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে আবেদন পত্র যাচাই করা হবে। তারপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পর্থীদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে।
গুরুত্বপূর্ন তারিখ – Important Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 08.12.2022 |
আবেদন শুরু | 22.12.2022 |
আবেদন শেষ | 21.01.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Important Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: (শীঘ্রই আপডেট করা হবে)
- অফিসিয়াল ওয়েবসাইট: aai.aero
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
AAI Junior Executives Recruitment 2022-23 – FAQ
AAI Junior Executives Recruitment 2022-23 তে কতগুলি শূন্যপদ আছে?
AAI Junior Executives Recruitment 2022-23 তে 569 টি শূন্যপদে জুনিয়ার এক্সিকিউটিভস নিয়োগ করা হবে।
এয়ারপোর্ট-এ জুনিয়ার এক্সিকিউটিভস পদে আবেদন করার শেষ তারিখ কত?
এয়ারপোর্ট-এ জুনিয়ার এক্সিকিউটিভস পদে আবেদন করার শেষ তারিখ হলো 21 জানুয়ারি 2022।
AAI Junior Executives Recruitment 2022-23 Notification ডাউনলোড করবো কিভাবে?
AAI Junior Executives Recruitment 2022-23 Notification ডাউনলোড লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবে।