AAI Security Screeners Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ন সুযোগ রয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর পক্ষ থেকে Security Screeners পদে নিয়োগ করানো হবে। এখানে মোট ২৫ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে। সারা ভারতের চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Airports Authority of India |
---|---|
পদের নাম | Security Screeners |
মোট শূন্যপদ | ২৫ টি |
বেতন (₹) | ১৫,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.aai.aero |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
এয়ারপোর্টে কর্মী নিয়োগ ২০২৩ (AAI Security Screeners Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে এয়ারপোর্ট অথরিটি ও ইন্ডিয়া পক্ষ থেকে Security Screeners পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে Security Screeners পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস সহ BCAS Screener সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ইংরেজি, হিন্দি ভাষায় পড়তে ও বলতে জানতে হবে, তাহলে আবেদন যোগ্য।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ৫০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে Security Screeners পদে আগে থেকে আবেদন করা প্রয়োজন নেই। আবেদনকারী চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
Conference Hall, 1st Floor AAI, OId Terminal Building, S.V. Airport, Raipur – 492015
ইন্টারভিউ তারিখ
এখানে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াতে Security Screeners পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১২ জুন ২০২৩ তারিখ।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩১.০৫.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১২.০৬.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: www.aai.aero
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
Airport Ground Staff Silchar Assam/Guwahati best my Choice
I’m HS PASSED Airport Ground Staff interested Job
I need a job urgent please
Airline jobs