রূপশ্রী প্রকল্পে নিয়োগ, একাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর

 মুর্শিদাবদ জেলায় রূপশ্রী প্রক্লপে নিয়োগ করা হচ্ছে একাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর। আপনি যদি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হন তাহলে আপনি এই কাজের জন্য আবেদন করতে পারবেন। এই পদটির জন্য কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কটি শূন্য পদ আছে, বেতন কত এবং কতো তারিখ আবেদরের শেষ দিন এই সব বিষয়ে নিচে উল্লেখ করা হয়েছে।

পদের নাম – Acaountant

শূন্য পদ – 6 {UR -2 ,UR(E.C) – 1, SC – l, ST- 1, OBC – 1 )

শিক্ষাগত যোগ্যতা – i) Commerce Graduate with Honou rs.

                               ii) Working Knowledge of Computer MS Oflice Package. 

                              iii) Working Knowledge of Spread Sheet, tally and Presentation Dackages

কাজের অভিজ্ঞতা  – Govt বা NGO এ তে 3 বছরের অভিজ্ঞতা

বয়স – 18 –  40  Year

বেতন – Rs.15000 per month

আবেদনের শেষ দিন – 06/12/2021

পদের নাম – Data Entry Operrtor

শূন্য পদ – 31 ( আরো জানুন )

শিক্ষাগত যোগ্যতা – i)  Graduate in any Discipline

                               ii) Working Knowledge of Computer, MS Office Package and must havep typing speed 30 wp

কাজের অভিজ্ঞতা – 1 বছরের অভিজ্ঞতা ( Govt বা NGO )

বয়স – 18 – 40 Year

বেতন – Rs.10000 per month

আবেদনের শেষ দিন – 06/12/2021

আবেদন করার পদ্ধতি

আপনাকে এটির অফলাইন আবেদন করতে হবে। নিচে এই চাকরির অফিসিয়াল নোটিশের pdf লিংক দেওয়া আছে। ওখান থেকে আবেদন এর ফ্রম টি ডাউনলোড করে পূরণ করুন। তারপর নোটিশে যে যে ডকুমেন্ট এর উল্লেখ আছে সেগুলোও ফ্রমটির সাথে SDO অফিসে জমা দিন
Note – চাকরিটি সুদু মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য

অফিসিয়াল নোটিস এর লিঙ্ক 







বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “রূপশ্রী প্রকল্পে নিয়োগ, একাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর”

Leave a Comment