AERA Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী এয়ারপোর্ট ইকোনোমিক রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়াতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ন সুযোগ রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৪ টি শূন্যপদে Director (Policy& Statistics), Bench Officer (Legal) সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬৩,২০০/- থেকে ২,১৫,৯০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ২৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | এয়ারপোর্ট ইকোনোমিক রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া (AERA) |
---|---|
পদের নাম | Director (Policy& Statistics), Bench Officer (Legal) সহ আরো বিভিন্ন |
মোট শূন্যপদ | ১৪ টি |
বেতন (₹) | ৬৩,২০০ – ২,১৫,৯০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | aera.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
এয়ারপোর্টে কর্মী নিয়োগ ২০২৩ (AERA Recruitment 2023)
পদের নাম (Post Name)
এয়ারপোর্ট ইকোনোমিক রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে, সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- Director (Policy & Statistics)
- Under Secretary (Policy & Statistics)
- Under Secretary (Information Technology)
- Bench Officer (Legal)
- Pr. Private Secretary
- Technical Manager (Information Technology)
- Private Secretary
- Personal Assistant
- Junior Hindi Translator
- Receptionist- Cum- Telephone Operator
মোট শূন্যপদ (Total Vacancy)
AERA এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৪ টি শূন্যপদ রয়েছে। নিচের ছকে পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Director (Policy & Statistics) | ০১ টি |
Under Secretary (Policy & Statistics) | ০৩ টি |
Under Secretary (Information Technology) | ০১ টি |
Bench Officer (Legal) | ০১ টি |
Pr. Private Secretary | ০১ টি |
Technical Manager (Information Technology) | ০১ টি |
Private Secretary | ০২ টি |
Personal Assistant | ০২ টি |
Junior Hindi Translator | ০১ টি |
Receptionist-Cum- Telephone Operator | ০১ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে Private Secretary পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Bench Officer (Legal) পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং প্রার্থীদের সরকারি সংস্থা থেকে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আরো বাকি পদে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিবেন।
বয়সসীমা (Age Limit)
এখানে এয়ারপোর্ট ইকোনোমিক রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া তে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫৬ বছর এর মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬৩,২০০/- থেকে ২,১৫,৯০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

এখানে Director (Policy& Statistics), Under Secretary (Policy& Statistics) সহ আরো বিভিন্ন পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে https://aera.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Deputy Chief, Airports Economic Regulatory Authority Of India, AERA Building, Administrative Complex Safdarjung Airport, New Delhi – 110003
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
এয়ারপোর্ট ইকোনোমিক রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২৮ জুন ২০২৩।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০.০৫.২০২৩ |
আবেদন শুরু | ৩০.০৫.২০২৩ |
আবেদন শেষ | ২৮.০৬.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: aera.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |