অগ্নীপথ প্রকল্পে বায়ু সেনাতে নিয়োগ 2022 | Agneepath Indian Air Force Recruitment 2022

Agneepath Scheme: Agniveer Air Force Recruitment 2022: অগ্নীপথ প্রকল্পে ভারতীয় বায়ু সেনাতে (IAF) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Agneepath Indian Air Force Recruitment 2022 এর আবেদন ইতিমধ্যে শুরু হয়েগেছে, আবেদন চলবে 5 জুলাই পর্যন্ত। এখানে Agniveer Air Force এর বেতন দেওয়া হবে Agneepath প্রকল্পের নিয়মে। কিভাবে আবেদন করবেন এবং প্রয়োজনীয় যোগ্যতার সম্পর্কে জানতে পুরোটা পড়ুন।

নিয়োগ সংস্থাIndian Air Force
পদের নামঅগ্নিবীর বায়ু সেনা (Agniveer Vayu Intake)
যোগ্যতাউচ্চ মাধ্যমিক/ডিপ্লোমা
শূন্যপদ
আবেদনের শেষ তারিখ05.07.2022
সরকারি ওয়েবসাইটhttps://agnipathvayu.cdac.in/
https://indianairforce.nic.in/
Join বাংলাপোর্টাল teligram channel

অগ্নীপথ প্রকল্পে অগ্নিবির বায়ু সেনাতে নিয়োগ 2022 (Agneepath Scheme: Agniveer Air Force Recruitment 2022)

পদের নাম ~ Indian Air Force Recruitment 2022 তে অগ্নীপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বায়ু সেনতে (IAF) যে পদে নিয়োগ করা হচ্ছে তার নাম হলো – অগ্নিবীর বায়ু সেনা (AGNIVEER VAYU INTAKE 01/2022)।

শিক্ষাগত যোগ্যতা ~ AGNIVEER VAYU INTAKE 01/2022 পদে আবেদন করার জন্য পার্থীকে অবশ্যয় Math, Phy ও English তে 50% প্রাপ্ত নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া 3 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংতে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়স সীমা ~ এখানে আবেদন করীর বয়স অবশ্যয় 17.5 থেকে 23 বছরের মধ্যে হতে হবে।

লিঙ্গ ~ এখানে শুধুমাত্র ভারতীয় পুরুষেরা আবেদন করতে পারবেন।

বায়ু সেনাতে আবেদন করার পদ্ধতি (Indian Air Force Recruitment 2022 Apply Online)

Indian Air Force এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি AGNIVEER VAYU INTAKE পদের জন্য আবেদন করতে পারবেন –

  • প্রথমে ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আবেদন করতে পারেন।
  • প্রথমে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিষ্টার করতে হবে।
  • তারপর আবেদন ফর্মটি ভালোকরে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন ফী প্রদান করুন।
  • এর পর আপনার আবেদন পত্রটি সাবমিট করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট ~

  • পাসপোর্ট সাইজ ফটো (রগিন)
  • মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড
  • উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
  • আবেদন কারীর সিগনেচার
  • আবেদন পর্থীর বুড়ো আঙুলের ছাপ

আবেদনের শেষ তারিখ ~ AGNIVEER VAYU INTAKE পদে আবেদন করার শেষ তারিখ হলো 5 এই জুলাই বিকাল 5 টা পর্যন্ত।

অগ্নিবীর বায়ু সেনার নিয়োগ প্রক্রিয়া (Agniveer Vayu Intake Selection Process)

যে যে পর্যায়ের মাধ্যমে Agniveer Vayu Intake নিয়োগ করা হবে বা পার্থী বাছাই করা হবে তা নিচের তালিকায় দেওয়া হলো –

  • লিখিত পরীক্ষা
  • CASB
  • শারীরিক দক্ষতা (PET) এবং শারীরিক মাপের (PMT) পরীক্ষা
  • অভিযোজন যোগ্যতার পরীক্ষা I
  • অভিযোজন যোগ্যতার পরীক্ষা II
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিক্যাল পরীক্ষা

অগ্নিবীর বায়ু সেনার লিখিত পরীক্ষার ধরন (Agniveer Vayu Intake Exam Questions Pattern)

পরীক্ষার প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর এবং নাগেটিভ মার্কিং থাকবে 0.25 নম্বর।

বিজ্ঞান বিভাগ ~

বিষয়প্রশ্ন সংখ্যা
Eng20
Math25
Phy25
মোট70

বিজ্ঞান ছাড়া অন্য বিভাগ ~

বিষয়প্রশ্ন সংখ্যা
যুক্তি এবং সাধারণ সচেতনতা30
ইংরেজি20
মোট50

বিজ্ঞান এবং বিজ্ঞান ছাড়া অন্যান্য বিভাগ ~

বিষয়প্রশ্ন সংখ্যা
অঙ্ক25
ইংরেজি20
যুক্ত এবং সাধারণ সচেতনতা30
পদার্থবিদ্যা25
মোট100

আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করুন। নিচে অফিসিয়াল নোটিস ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত24.06.2022
আবেদন শুরু24.06.2022
আবেদন শেষ05.07.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অনলাইন আবেদনApply Here
আমাদের টেলিগ্রামJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “অগ্নীপথ প্রকল্পে বায়ু সেনাতে নিয়োগ 2022 | Agneepath Indian Air Force Recruitment 2022”

Leave a Comment