Agneepath Scheme – Indian Navy Recruitment 2022: অগ্নীপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর (Agniveer) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী পার্থী 15 জুলাই থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Indian Navy Recruitment 2022 তে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাস করা প্রয়োজন। বয়স সীমা, বেতন ও আবেদন পদ্ধতির সম্পর্কে বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | ভারতীয় নৌবাহিনী (Indian Navy) |
পদের নাম | অগ্নিবীর |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 2800 টি |
আবেদনের শেষ তারিখ | 22.07.2022 |
চাকরির স্থান | সর ভারত |
সরকারি ওয়েবসাইট | joinindiannavy.gov.in |

ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ 2022 বিজ্ঞপ্তি ( Indian Navy Recruitment 2022 Notification)
পদের নাম ~ Indian Navy Recruitment 2022 তে যে পদের নিয়োগ করা হচ্ছে তার নাম – অগ্নিবীর (Agniveer)।
যোগ্যতা ~ এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকে আপনাকে অবশ্যই Math, Physics এছাড়াও Chemistry/Biology/Computer Science এই তিনটির যেকোনো একটি বিষয় নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
অবিবাহিত পুরুষ ও অবিবাহিত মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমা ~ 01.11.1999 থেকে 30.04.2005 তারিখের মধ্যে জন্মগ্রহণ করা পর্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন ~ এখানে অগ্নীপথ প্রকল্প অনুযায়ী বেতন দেওয়া হবে। নিচের তালিকায় বিস্তারিত দেওয়া হলো –
বছর | মাসিক বেতন (₹) | হতে পাবে 70% (₹) |
---|---|---|
১ম. বছর | 30,000 | 21,000 |
২য়. বছর | 33,000 | 23,100 |
৩য়. বছর | 36,000 | 25,580 |
৪র্থ. বছর | 40,000 | 28,000 |
আবেদন পদ্ধতি (Indian Navy Recruitment 2022 Apply Online For Agniveer Post)
Agneepath Scheme – Indian Navy Recruitment 2022 Apply Online: ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যোগ্য পার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে দেখানো হলো –
- প্রথমে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)।
- Indian Navy Agniveer Recruitment 2022 সম্পর্কিত লিঙ্কে ক্লিক করুন।
- ইমেইল আইডি, মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফী প্রদান করুন।
- অবশেষে আবেদন পত্রটি সাবমিট করে আবেদন সম্পন্ন করুন।
- আবেদনের শেষে অবশ্যই আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
আবেদন কারীর মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস যেন বৈধ হয়। কারন ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন আপডেট আপনার ওই রেজিষ্টার করা মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস পাঠাবেন।
আবেদনের শেষ তারিখ ~ এখানে আবেদন করার শেষ তারিখ হলো 22 সে জুলাই 2022।
নিয়োগ পদ্ধতি (Indian Navy Recruitment 2022 Agniveer Selection Process)
Indian Navy Recruitment 2022 Agniveer Post তে নিয়োগের জন্য প্রথমে সমস্ত আবেদনকারীর উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর অনুযায়ী শর্টলিস্ট করা হবে। এবং তারপর নির্বাচিত পর্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় সফল হওয়া পর্থীদের শারীরিক মাপ ও শারীরিক দক্ষতার পরীক্ষাতে আমন্ত্রণ করা হবে।
Indian Navy Agniveer Recruitment 2022 সম্পর্কিত আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে (BanglaPortal.IN) অথবা আমেদর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | – |
আবেদন শুরু | 15.07.2022 |
আবেদন শেষ | 22.07.2022 |
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- অগ্নিপথ প্রকল্প কী? বেতন? সুবিধা? সময়সীমা?
- IBPS ক্লার্ক নিয়োগ 2022 – মোট 6035 টি শূন্যপদ
আরো চাকরি দেখুন 👇
Indian Navy Recruitment 2022 Last Date ?
22 Julay 2022 Is Indian Navy Recruitment 2022 Last Date
ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে আবেদন শুরু কবে?
ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে আবেদন শুরু 15 জুলাই 2022
ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে আবেদনের যোগ্যতা কী?
উচ্চ মাধ্যমিকে আপনাকে অবশ্যই Math, Physics এছাড়াও Chemistry/Biology/Computer Science এই তিনটির যেকোনো একটি বিষয় নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং অবিবাহিত পুরুষ/মহিলারা আবেদন করতে পারবেন
ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে আবেদনের শেষ তারিখ কত?
ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে আবেদনের শেষ তারিখ হলো 22 সে জুলাই 2022।
7 thoughts on “অগ্নীপথ প্রকল্পে নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ – 2800 শূন্যপদ | Agneepath: Indian Navy Recruitment 2022”