Agneepath Scheme Recruitment 2022: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 14 জুন মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের কথা জানিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে দেশে সেনা নিয়োগ করা হবে, এবং তাদের বলাহবে অগ্নীবির । বিগত 2 বছর দরে সেনা নিয়েগ বন্ধ থাকায় বর্তমানে সেনাবাহিনীতে প্রায় 1.5 লাখ পদ শূন্য রয়েছে। কবে থেকে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।
নিয়োগ সংস্থা | ভারতীয় সেনাবাহিনী |
প্রকল্পের নাম | অগ্নীপথ নিয়োগ 2022 |
পদের নাম | অগ্নীবির |
শূন্য পদ | প্রায় 1.5 লক্ষ্য (2022 সালে 4600 টি শূণ্য পদ) |
আবেদন শুরু | জুন বা জুলাই 2022 (অনুমানীক) |
অফিসিয়াল ওয়েবসাইট | joinindianarmy.nic.in |
অগ্নীপথ প্রকল্প কী? ( What is Agneepath Scheme? )
কেন্দ্র সরকার দ্বারা শুরু করা হয়েছে অগ্নীপথ প্রকল্প (Agneepath Scheme)। এই প্রকল্পের মাধ্যমে ভারতের যুবক দের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। ১৭.৫ বছর বয়স থেকে ২১ বছর বয়স পর্যন্ত পার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অগ্নীপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগ সেনাবাহিনীকে অগ্নীবির বলা হবে। এরা ভারতীয় সেনাবাহিনীতে মোট 4 বছরের জন্য কাজ করার সুযোগ পাবে। যে 4 বছর তারা কাজ করবে তার বেতন দেওয়া হবে এবং আরো কিছু সুবিধা দেওয়া হবে। 4 বছর পর যোগ্যতা অনুযায়ী অগ্নীপথ প্রকল্পের মাধ্যমে নিযুক্ত 25% অগ্নীবির দের আরো 15 বছর সার্ভিসের জন্য নিয়োগ করা হবে।
অগ্নীপথ/অগ্নীবির এর বেতন (Agneepath/Agniveer Salary)
অগ্নীপথ প্রকল্পে নিয়োগ করা পার্থী (Agniveer) দের প্রথম বছর 30 হাজার টাকা এবং পরে বেড়ে হবে 40 হাজার টাকা মাসিক বেতন। এর মধ্যে 30% টাক চলে যাবে ‘সেবা নিধি’ প্রকল্পে। অগ্নীবির জাওয়ান দের বেতনের তালিকা নিচে দেওয়া হলো –
বছর | মাসিক বেতন (₹) | হতে পাবে 70% (₹) |
---|---|---|
১ম. বছর | 30,000 | 21,000 |
২য়. বছর | 33,000 | 23,100 |
৩য়. বছর | 36,000 | 25,580 |
৪র্থ. বছর | 40,000 | 28,000 |
অগ্নীপথ প্রকল্প এর সুবিধা (Agneepath Scheme Benifits)
অগ্নীপথ প্রকল্প এর মাধ্যমে নিযুক্ত সেনা (Agniveer) দের 6 মাস প্রশিক্ষণ চলবে। তারপর সাড়ে তিন বছরের জন্য নিয়োগ করা হবে সেনাবাহিনীতে। এখানে জওয়ানদের প্রতি মাসে 30 থেকে 40 টাকা মাসিক বেতন 30% চলে যাবে সেবা নিধি প্রকল্পে, সরকারও সমান টাকা দেবে সেবা নিধি প্রকল্পে।
সেবা নিধি প্রকল্পের টাকার সুদও পাবেন আগ্নিবীর। সব মিলিয়ে 4 বছর পর 11.71 লক্ষ্য টাকা পাবেন জওয়ানরা, জার কোনো কর দিতে হবেনা সরকারকে। তার সঙ্গে পাবেন 84 লক্ষ্য টাকার জীবন বীমা। তারা যদি আহত হয় বা মৃত্যু হয় তাহলে এই টাকা পেয়ে যাবেন অগ্নিবীর বা তার পরিবারের লোক। চার বছরের এই কর্ম জীবনে কোনো রকম অবসর কালীন সুযোগ সুবিধা থাকবে না।
অগ্নীপথ প্রকল্প / অগ্নীবির এর যোগ্যতা (Agneepath Scheme / Agniveer Qualification)
অগ্নীপথ প্রকল্প বা অগ্নীবির পদ এর জন্য করা আবেদন করতে পারবেন তা নিচে উল্লেখ করা হয়েছে –
- এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- ১৭.৫ বছর থেকে ২১ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
- শারীরিক অবস্থা সুস্থ থাকা প্রয়োজন।
- চার বছর কর্ম জীবনে কোনো বিরতি নেওয়া চলবে না।
শিক্ষাগত যোগ্যতা ~ অগ্নীপথ প্রকল্প বা অগ্নীবির পদ এর জন্য আপনারা মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারেন। কিছু কিছু পদের জন্য উচ্চ মাধ্যমিক, ITI এবং ডিপ্লোমা এর প্রয়োজন।
অগ্নীপথ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি 2022 (Agneepath Scheme Recruitment 2022 Notic PDF)
অগ্নীপথ প্রকল্পতে নিয়োগের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। অগ্নীপথ প্রকল্প এর একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এর pfd ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়তে পারেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি বছর প্রায় 40-50 হাজার জওয়ান (agniveer) নিয়োগ করা হবে। 2022 সালে প্রায় 46 হাজার জওয়ান নিয়োগ এর সম্ভবনা রয়েছে।
অগ্নীপথ প্রকল্প এর মাধ্যমের যে সব পদে নিয়োগ করা হবে –
- ভারতীয় সেনা
- নৌবাহিনী
- বিমান বাহিনী
এখনো আবেদন বা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। যখন শুরু হবে আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দৈনিক চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে – এখানে ক্লিক করুন
অফিসিয়াল নোটিস | Download PDF |
সরকারি ওয়েবসাইট | Click Here |
আরো পড়ুন ~
অগ্নীপথ প্রকল্প সম্পর্কিত প্রশ্ন (Agneepath Scheme – FAQ)
অগ্নীপথ প্রকল্প কী?
কেন্দ্র সরকার দ্বারা শুরু করা হয়েছে অগ্নীপথ প্রকল্প (Agneepath Scheme)। এই প্রকল্পের মাধ্যমে ভারতের যুবক দের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে।
অগ্নিবীর কী?
অগ্নীপথ প্রকল্পের মাধ্যমে নিযুক্ত জাওয়ানদের অগ্নিবীর বলা হবে।
করা অগ্নীপথ প্রকল্প বা অগ্নিবীর-এ আবেদন করতে পারবে?
17.5 বছর থেকে 21 বছরের যুবক এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
4 thoughts on “অগ্নিপথ প্রকল্প: 1.5 লক্ষ্য অগ্নিবীর সেনা নিয়োগ, যোগ্যতা, তারিখ | Agneepath Scheme Agniveer Recruitment 2022”