দারুন সুযোগ! উচ্চমাধ্যমিক পাসে AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ, বেতন শুরুতেই ২১,৫৫০ টাকা

AIIMS Kalyani Recruitment 2023: উচ্চমাধ্যমিক পাস করে থাকা চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটি খুশির খবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী এর পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে Field Worker এবং Laboratory assistant পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। AIIMS Kalyani Field Worker and LA Recruitment 2023-তে আবেদন করার পদ্ধতি প্রয়োজনীয় যোগ্যতা এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাAll India Institute of Medical Sciences, Kalyani (AIIMS Kalyani)
পদের নামField Worker ও Laboratory assistant
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)২১,৫৫০ – ২৪,৪৬২/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডই-মেইল
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটaiimskalyani.edu.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ ২০২৩ (AIIMS Kalyani Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী (AIIMS Kalyani)-এর পক্ষ থেকে Field Worker এবং Laboratory assistant পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

উভয় পদে একটি করে অর্থাৎ এখানে সব মিলিয়ে মোট দুটি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Field Worker পদে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস এবং একটি স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের আইটিআই অভিজ্ঞতা বা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠানে বৃত্তিমূলক জাতীয় কাউন্সিল প্রশিক্ষণ ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে (B.Sc. ডিগ্রি তিন বছরের অভিজ্ঞতা হিসাবে গণ্য হবে)।

Laboratory assistant পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়াও একটি সরকারি বা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকতে হবে এবং ATS সম্পন্ন করা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

AIIMS কল্যাণী এর অফিসের বিজ্ঞপ্তি অনুসারে, এখানে Field Worker পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে, এবং Laboratory assistant পদে আবেদন করার জন্য 28 বছরের কম হতে হবে (আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে)।

বেতন (Salary)

AIIMS কল্যাণীতে এখানে Field Worker পদে প্রতিমাসে ২৪,৪৬২/- টাকা এবং Laboratory assistant পদে প্রতিমাসে ২১,৫৫০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (AIIMS Kalyani Recruitment 2023 Apply Online)

AIIMS Kalyani Field Worker and LA Recruitment 2023

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। AIIMS Kalyani Field Worker and LA Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে যুক্ত করে পিডিএফ ফাইলে পরিণত করতে হবে। এরপর সেটি dramandeepkaiims@gmail.com তে ইমেইল করতে হবে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

AIIMS Kalyani Field Worker and LA Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার শেষ তারিখ হলো ৬ মে, ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

AIIMS কল্যাণীতে Field Worker এবং Laboratory assistant পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.০৪.২০২৩
আবেদন শুরু২১.০৪.২০২৩
আবেদন শেষ০৬.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: aiimskalyani.edu.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.