AIIMS Kalyani SR Recruitment 2023: পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ SR নিয়োগ ২০২৩

AIIMS Kalyani SR Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্য আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। All India Institute of Medical Sciences, Kalyani-তে মোট ২৯ টি শূন্যপদে Senior Resident (SR) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পার্থী এখানে আবেদন করতে পারবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ১৯ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। All India Institute of Medical Sciences Kalyani Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন করার পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাAIIMS, Kalyani
পদের নামSenior Resident (SR)
মোট শূন্যপদ২৯ টি
বেতন (₹)১৫,৬০০ – ৩৯,১০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটaiimskalyani.edu.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

AIIMS কল্যানী-তে নিয়োগ ২০২৩ (AIIMS Kalyani SR Recruitment 2023)

পদের নাম (Post Name)

ভারতের অন্যতম জনপ্রিয় মেডিক্যাল ইনস্টিটিউট India Institute of Medical Sciences, Kalyan-এর বিভিন্ন ডিপারমেন্টে Senior Resident (SR) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ২৯ টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ও ডিপারমেন্ট ভিত্তিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MD, MS, DNB তে পোস্ট গেজুয়েশন মেডিকেল ডিগ্রী থাকতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

AIIMS Kalyani SR Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

এখানে পে মেট্রিকস এর লেভেল ১১ অনুযায়ী প্রতিমাসে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Online)

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্ম এর লিঙ্ক কপি করে ব্রাউজারে খুলতে হবে। তারপর ফর্ম টি সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। অথবা, অনলাইন আবেদন ফর্ম এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।

AIIMS Kalyani SR Recruitment 2023

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST শ্রেণীর পর্থীদের কোনো রকম আবেদন মূল্যে প্রদান করার প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

AIIMS Kalyani SR Recruitment 2023-তে আগামী ১৯ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে AIIMS Kalyani SR Recruitment 2023-তে পার্থী নির্বাচন করে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর স্থান

The Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245.

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৬.০১.২০২৩
আবেদন শুরু০৬.০১.২০২৩
আবেদন শেষ১৯.০১.২০২৩
ইন্টারভিউ২৪.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

F.A.Q

AIIMS Kalyani Recruitment 2023 তে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

AIIMS Kalyani Recruitment 2023 তে Senior Resident (SR) পদে নিয়োগ করা হচ্ছে

AIIMS কল্যানী নিয়োগ ২০২৩ তে মোট কতগুলি শূন্যপদ আছে?

AIIMS কল্যানী নিয়োগ ২০২৩ তে মোট ২৯ টি শূন্যপদ আছে।

AIIMS Kalyani SR Recruitment 2023 তে আবেদন করার শেষ তারিখ কত?

AIIMS Kalyani SR Recruitment 2023 তে আবেদন করার শেষ তারিখ হলো ১৯ জানুয়ারি ২০২৩।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment