AIIMS Raipur Recruitment 2023: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স এর পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেকোনো যোগ্য ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। মোট ২২ টি শূন্যপদে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে। আগামী ২৪ এপ্রিল সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা কি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
নিয়োগ সংস্থা | All India Institute of Medical Science (AIIMS) |
---|---|
পদের নাম | Project Coordinator, State IYCF Coordinator, State COE Admin Coordinator, District Nutrition Coordinator, Data Manager, Consultant & Medical Officer |
মোট শূন্যপদ | ২২ টি |
বেতন (₹) | ৩৫,০০০ – ৮০,০০০/- |
চাকরির ধরন | সরকারি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.aiimsraipur.edu.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
AIIMS রায়পুরে নিয়োগ ২০২৩ (AIIMS Raipur Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে Project Coordinator, State IYCF Coordinator, State COE Admin Coordinator, District Nutrition Coordinator, Data Manager, Consultant & Medical Officer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
AIIMS Raipur এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সব মিলিয়ে মোট ২২ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে Post Graduation, Masters, MBBS এবং আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে পড়ুন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র Data Manager পদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমা ৪০ বছর।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের ৩৫,০০০/- টাকা থেকে শুরু করে ৮০,০০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে।
পদের নাম | প্রতিমাসে বেতন |
Project Coordinator | ৭০,০০০/- |
State IYCF Coordinator | ৭০,০০০/- |
State COE Admin Coordinator | ৬০,০০০/- |
District Nutrition Coordinator | ৪০,০০০/- |
Data Manager | ৩৫,০০০/- |
Consultant | ৩৫,০০০/- |
Medical Officer | ৮০,০০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইন অথবা অনলাইন কোনো ভাবেই করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর তারিখে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্দিষ্ট স্থানে যথা সময়ে উপস্থিত হতে হবে। প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করুন। সেই আবেদন ফর্ম টি কে সঠিক ভাবে পূরণ করুন। নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আইডি নম্বর সমস্ত কিছু সঠিক ভাবে লিখুন। আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস জেরক্স করে একসাথে যুক্ত করে ইন্টারভিউ স্থানে সঠিক তারিখে যেতে হবে। নিচে ইন্টারভিউ এর তারিখ এবং স্থান উল্লেখ রয়েছে।
ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান
Address – State Center of Excellence for SAM Management, Dept of AIIMS Raipur and School of Public Health AIIMS Raipur, Chhattisgarh
Date of Interview – 24.04.2023
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- বয়সের প্রমামপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমান
- পরিচয় পত্র
- SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)
- পাসপোর্ট সাইজ ফটো
আবেদন মূল্য (Application Fee)
এখানে যেহেতু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করতে হবে তাই কোনো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
এখানে আবেদনের শেষ তারিখ নেই। সরাসরি ইন্টারভিউ আগামী ২৪ শে এপ্রিল ২০২৩ তারিখ। উক্ত তারিখে নির্দিষ্ট স্থানে সমস্ত ডকুমেন্টস সহ নিজে সশরীরে পৌঁছে যেতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬.০৪.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ২৪.০৪.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |