পশ্চিমবঙ্গে টিচিং ও নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ ২০২৩ | Air Force School PGT TGT Recruitment 2023

Air Force School PGT TGT Recruitment 2023: পশ্চিমবঙ্গে এয়ার ফোর্স স্কুলে তরফে টিচিং ও নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 07 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Air Force School PGT TGT Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাAir Force School Barrackpore
পদের নামPost Graduate Teachers, Trained Graduate Teachers, Primary Teacher সহ আরো অন্যান্য
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনপ্রাইভেট চাকরি
আবেদন পদ্ধতিঅফলাইনে
স্থানউত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwww.afsbkp.in
টেলিগ্ৰামJoin Here

Air Force School PGT TGT Recruitment 2023

পদের নাম – Post Name

Air Force School Recruitment 2023 তে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Post Graduate Teachers
  • Trained Graduate Teachers
  • Primary Teacher (PRT)
  • Nursery Trained Teachers
  • Helpers (MTS)
  • Special Educator

শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification

Air Force School PGT TGT Recruitment 2023 তে Post Graduate Teachers, Trained Graduate Teachers, Primary Teacher পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate সহ B.Ed তে 50 শতাংশ নাম্বার থাকতে হবে। এবং PRT পদে আবেদন করা জন্য Graduate তে 50 শতাংশ নাম্বার থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Helpers (MTS) পদে আবেদন করা জন্য প্রার্থীদের ইংরেজি ও হিন্দি লিখতে ও পড়তে জানতে তাহলে এখানে আবেদন করতে পারবেন। Nursery Trained Teachers পদে আবেদন করা জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস এবং নার্সিসারি টিচার্স ট্রেনিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Special Educator পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Graduate পাশ সহ B.Ed পাশ করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

বয়সসীমা – Age Limit

Air Force School PGT TGT Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Post Graduate Teachers, Trained Graduate Teachers, Primary Teacher, Nursery Trained Teachers, Special Educator পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 21 থেকে 50 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের হিসাব ধরা হবে 1 জুলাই 2022 তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। Helpers (MTS) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি – Apply Process

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে এবং মুখ বন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে যে পদে আবেদন করেছেন ওই পদের নাম।

আবেদনপএ জমা দেওয়ার ঠিকানা

The Executive Director, Air Force School Barrackpore, Bengal Enamel, North 24 Parganas, Pin-743122

আবেদনে শেষ তারিখ – Application Last Date

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী 07 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭.১২.২০২২
আবেদন শুরু২৭.১২.২০২২
আবেদনে শেষ তারিখ০৭.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • আবেদনপত্র – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Here

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment