এয়ারলাইন-এ টিকিটিং এক্সিকিউটিভ নিয়োগ ২০২২ | Airlines Ticketing Executive Jobs Recruitment

 Airlines Ticketing Executive Jobs Recruitment: এয়ারলাইন-এ গ্রাউন্ড স্টাফ জব রোল এয়ার টিকিটিং এক্সিকিউটিভ নিয়োগ

পশ্চিমবঙ্গের এয়ারলাইন-এ উচ্চ মাধ্যমিক পাসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অ্যাভকন এন্টারপ্রাইজ কোম্পানির দ্বারা এখানে সরাসরি নিয়োগ করা হচ্ছে। চাকরিটি জন্য আনার চমৎকার যোগাযোগ দক্ষতা ও ভালো আচরণ প্রয়োজন। এখানে এয়ার লাইনে গ্রাউন্ড ফ্লোরে টিকিটিং এক্সিকিউটিভ এর কাজ করতে হবে। এখানে মোট ৬ টি শূন্যপদ রয়েছে, আপনি যদি আগ্রহী পার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ এর আগে আবেদন করতে হবে। মাসিক বেতন কত থাকবে ও বিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত উল্লেখ রয়েছে।

Airlines Ticketing Executive Jobs Recruitment

Airlines Ticketing Executive Jobs Recruitment

প্রতিষ্ঠান অ্যাভকন
পদের নাম এয়ার টিকিটিং এক্সিকিউটিভ
বিজ্ঞপ্তি প্রকাশিত ০৯.০১.২০২১
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস
আবেদন শুরু ০৯.০১.২০২১
আবেদন শেষ ২৮.০২.২০২২
শূন্য পদ
চাকরির স্থান কোলকাতা, পাটনা, রচি

শিক্ষাগত যোগ্যতা ~

এয়ার টিকিটিং এক্সিকিউটিভ পদটির জন্য সর্বনিন্ম উচ্চ মাধ্যমিক পাস ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারেন।

বয়স সীমা ~

৯০.০১.২০২২ তারিখের ১৮ থেকে ২৯ বছর বয়স হওয়া প্রয়োজন।

সুণ্যপদ ~ ৬ টি

বেতন ~ (₹) প্রতিমাসে ১৮০০০ – ১৮০০০ টাকা

আবেদনের শেষ তারিখ ~ ২৮.০২.২০২২ তারিখের আগে আপনাকে আবেদন করতে হবে।

আবেদন মূল্য ~ কোনো আবেদন মূল্য রাখা হয়নি।

আবেদন পদ্ধতি (How To Apply)

নিচে দেওয়া আবেদন লিঙ্ক থেকে আপনি সরাসরি আবেদন করতে পারেন। তাছাড়া অফিসিয়াল নোটিস এ দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন বা আবেদন করতে পারেন।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

পার্থী বাছায় করার জন্য কোনো রকম অনলাইনে বা অফলাইন প্রক্রিয়া রাখা হয়নি। এখানে ইন্টারভিউ এর মাধ্যমে পার্থী বাছাই করে সরাসরি নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )

বিজ্ঞপ্তি প্রকাশিত – ০৯.০১.২০২২

আবেদন শুরু – ০৯.০১.২০২২

আবেদন শেষ – ২৮.০২.২০২২

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

অফিসিয়াল নোটিস – Click Here

আবেদন করুন – Click Here

আমাদের টেলিগ্রাম – Click Here 

আরো পড়ুন – বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2022 | West Bengal Government Jobs 2022

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment