এয়ারপোর্টে চাকরির বিরাট সুযোগ, শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

Airport Ground Staff Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। ভারত সরকারের NCS পোর্টালে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে ১১ টি শূন্যপদে এয়ারপোর্টে Ground Staff পদে নিয়োগ করানো হবে। এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস হতে হবে। এখানে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাBISLERI INTERNATIONAL PVT LTD
পদের নামGround Staff
মোট শূন্যপদ১১ টি
বেতন (₹)১৮,৫০০/- থেকে ২৫,৫০০/-
চাকরির ধরনপ্রাইভেট
আবেদন মোডঅনলাইন
স্থানকলকাতা, রাচি, বিহার, ভুবুনকালুয়া, ভুবনেশ্বরপুর
ওয়েবসাইটncs.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

এয়ারপোর্টে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

ভারত সরকারের NCS পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Ground Staff

মোট শূন্যপদ (Total Vacancy)

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করা জন্য আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

এখানে আবেদনকারী প্রার্থীদের উচ্চতা ৫.২ থেকে ৬.১ পর্যন্ত হতে হবে। এবং প্রার্থীদের ওজন ৪৫ থেকে ৯০ কোজির মধ্যে হতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ম ১৮ বছর বয়স থেকে শুরু করে সর্বোচ্চ ৩৮ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১৮,৫০০/- থেকে ২৫,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (NCS) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নিচের আবেদন লিঙ্কে ক্লিক করে বা অফিসিয়াল ওয়েবসাইট চাকরিটি অনুসন্ধান করে Apply-তে ক্লিক করতে হবে। এরপর অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি আপলোড করতে হবে। এরপরে সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে আবেদনটি ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ জুলাই ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারীর প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ট্রেনিং এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৭.২০২৩
আবেদন শুরু১৩.০৭.২০২৩
আবেদন শেষ৩১.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: ncs.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment