Airport Recruitment 2022 Assistant: এয়ারপোর্টে অথোরিটি অব ইন্ডিয়ার (Airport Authority of India) তরফে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 156 টি শূন্য পদ রয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থী Airport Authority of India Recruitment 2022 তে আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কী ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিস দেখুন।
নিয়োগ সংস্থা | Airport Authority Of India |
পদের নাম | জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট |
শিক্ষাগত যোগ্যতা | – |
মোট শূন্যপদ | 156 টি |
আবেদন শেষ তারিখ | 30.09.2022 |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.aai.aero |
Airport Authority of India Recruitment 2022 Fire Service, Assistant
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Fire Service)।
শিক্ষাগত যোগ্যতা ~ Airport Authority of India Recruitment 2022 Fire Service তে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাস।
মোট শূন্যপদ ~ এখানে মোট 132 টি শূন্য পদ রয়েছে।
বেতন ~ Airport Recruitment 2022 চাকরি প্রার্থীদের প্রতিমাসে 31,000/- টাকা থেকে 92,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
~
পদের নাম ~ Airport Authority of India Recruitment 2022 চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Office)
শিক্ষাগত যোগ্যতা ~ Airport Authority of India Recruitment 2022 Junior Assistant তে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাস। এছাড়াও চাকরি প্রার্থীরা আবেদন করা জন্য কম্পিউটারে বেসিক নলেজ থাকে হবে এবং মিনিটে 30 টি শব্দ টাইপ করা অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেএে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদ ~ এখানে মোট 10 টি শূন্য পদ রয়েছে।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 31,000/- টাকা থেকে 92,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
~
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (Accounts)
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্ৰাজুুয়েশন পাস সহ B.Com পাস করে থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটারে বেসিক নলেজ থাকে হবে। এবং সংশ্লিষ্ট দপ্তরে দু বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদ ~ এখানে মোট 13 টি শূন্য পদ রয়েছে।
বেতন ~ Airport Recruitment 2022 চাকরি প্রার্থীদের প্রতিমাসে 36,000/- টাকা থেকে 1,10,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
~
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (Official Language)
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্ৰাজুয়েশন পাস। এর সঙ্গে টাইপিং দক্ষতা থাকতে হবে।
মোট শূন্যপদ ~ এখানে মোট 01 টি শূন্য পদ রয়েছে।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 36,000/- টাকা থেকে 1,10,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – Airport Recruitment 2022 Apply Online
যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে চাকরি প্রার্থীরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে মোবাইল নাম্বার ও ইমেইল আইডি রেজিস্ট্রেশন করতে হবে। চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশন নাম্বার লগইন করে আবেদনপত্র টি ডাউনলোড করে সঠিক ভাবে ফিলাপ করে। ফটো ও সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।
আবেদন ফি ~ এখানে আবেদন ফি হিসেবে OBC/UR/EWS/ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে 1000/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST চাকরি প্রার্থীদের কোন রকম আবেদন ফি হিসেবে দিতে হবে না।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 01.09.2022 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 30.09.2022 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি – Airport Recruitment 2022 Selection Process
এখানে চাকরি প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক – Airport Recruitment 2022 Dates & Links
বিজ্ঞপ্তি প্রকাশিত | 25.08.2022 |
আবেদন শুরু | 01.09.2022 |
আবেদন শেষ তারিখ | 30.09.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
নতুন চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির খবর
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
Airport Recruitment 2022 – FAQ

Airport Recruitment 2022 কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
Airport Recruitment 2022 তে Fire Service, Junior Assistant এবং Senior Assistant পদে নিয়োগ করা হবে।
Airport Authority of India Recruitment 2022 Fire Service, Assistant তে মোট কটি শূন্যপদ রয়েছে?
Airport Authority of India Recruitment 2022 Fire Service, Assistant তে মোট 156 টি শূন্যপদ রয়েছে।
Airport Authority of India Recruitment 2022 Fire Service, Assistant এর আবেদনের শেষ তারিখ কত?
Airport Authority of India Recruitment 2022 Fire Service, Assistant তে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2022।