Airports Authority Of India Security Screener Recruitment 2023: ভারতের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পক্ষ থেকে Security Screener পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৪০০ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করতে গ্ৰাজুয়েশন পাস করা প্রয়োজন। এখানে আবেদনকারী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Airports Authority Of India |
---|---|
পদের নাম | Security Screener |
মোট শূন্যপদ | ৪০০ টি |
বেতন (₹) | ১৫,০০০/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.aaiclas.aero |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে নিয়োগ ২০২৩ (Airports Authority Of India Security Screener Recruitment 2023)
পদের নাম (Post Name)
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পক্ষ থেকে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Security Screener
মোট শূন্যপদ (Total Vacancy)
Airports Authority Of India Security Screener Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ৪০০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Airports Authority Of India Security Screener Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রেনার পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ১৯ মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
Airports Authority Of India Security Screener Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Airports Authority Of India Security Screener Recruitment 2023 Apply Online)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে www.aaiclas.aero অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীরা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করতে হবে। তারপরে প্রার্থীরা স্ক্যান করে আপলোড করবেন।
আবেদন মূল্য (Application Fee)
Airports Authority Of India Security Screener Recruitment 2023 তে OBC/GEN/EWS আবেদনকারী প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০/- টাকা ধার্য করা হয়েছে এবং SC/ST/ PWD প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না। এখানে আবেদনকারী প্রার্থীরা আবেদন মূল্য জমা দিতে পারবেন Net Banking, Credit card, Debit card এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ (Airports Authority Of India Security Screener Recruitment 2023 Last Date)
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে সিকিউরিটি স্ক্রেনার পদে আবেদন করা শেষ তারিখ হলো ১৯ মার্চ ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সিকিউরিটি স্ক্রেনার নিয়োগ ২০২৩ তে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে তারপরে প্রার্থীদের মেডিকেল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৮.০৩.২০২৩ |
আবেদন শুরু | ০৮.০৩.২০২৩ |
আবেদন শেষ | ১৯.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |
Amar job ta khub proyojon
Akta job korar jonno Amay aplay korar sujok din