আমার কর্মাদিশা অনলাইন আবেদন পদ্ধতি | Amar Karma disha Online Apply Process

Amar Karmadisha Online Apply Process: কর্মদিশা প্রকল্পের কি? এবং আমার কর্ম দিশা প্রকল্পে অনলাইন আবেদন ও এর সুবিধা।

পশ্চিমবঙ্গ রাজ্যে একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে যার নাম ‘কর্মদিশা’। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের চাকরি দেওয়ার উদেশ্যে শুরু করা হচ্ছে। পশ্চিমবঙ্গে অনেক কোম্পানি কর্মী নিয়োগ করে থাকে। প্রতিমাসে ১০০০০ জন কে চাকরির সুযোগ করে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়তে পারে। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা অনুযায়ী চাকরির সুযোগ করে দেওয়া হবে।

প্রকল্পের নাম কর্মদিশা
রাজ্য পশ্চিমবঙ্গ
সুবিধা চাকরির সুযোগ
আবেদন অনলাইন ও অফলাইন উভয়

কর্মদিশা কী ? (What Is Karma Disha)

কর্মদিশা হলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুরু করা একটি প্রকল্প। এই প্রকল্পটির মূল উদেশ্যা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের চাকরির সুযোগ করে দেওয়া।  যেখানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে দের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন কোম্পানি তে চাকরির সুযোগ দেওয়া হবে। এই প্রকল্পের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন ছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পেও এই প্রকল্পটি যুক্ত।

কর্মদিশা প্রকল্পের সুবিধা ( Karma Disha Benifits )

কর্মদিশা প্রকল্পের ফলে আপনাকে চাকরির জন্য বাইরে ছুটোছুটি করতে হবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ এখান থেকে পেয়ে যাবেন। এই প্রকল্পের কারণে পশ্চিমবঙ্গের বেকারত্বের সংখ্যা কম হবার সম্ভবনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ১০০০০ জন কে চাকরির সুযোগ করে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে। 

আমার কর্মদিশা অনলাইন আবেদন পদ্ধতি (Amar Karma Disha Online Apply)

আমার কর্মদিশা প্রকল্পের জন্য আপনি অনলাইনে আবেদন করার সঠিক নিয়মটি নিচে দেওয়া রয়েছে।

আপনি “আমার কর্মদিশা” প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন নিচে তা কয়েকটি সহজ স্টেপে দেওয়া আছে।

স্টেপ ১ : প্রথমে আপনি আপনার ব্রাউজারে আমার কর্মদিশা অফিসিয়াল ওয়েবসাইট ( https://amarkarmadisha.tatastrive.com/ ) খুলুন।

আমার কর্মাদিশা অনলাইন আবেদন পদ্ধতি | Amar Karmadisha Online Apply Process

স্টেপ ২ : ওপরে আপনার মোবাইল নম্বর টি দিন এবং তারপর “অটিপি পান” এ ক্লিক করুন।

স্টেপ ৩ : আপনার মোবাইলে যে OTP টি এসেছে সেটি দিয়ে OTP ভেরিফাই করেনিন। যদি আপনার মোবাইল OTP না এসে থাকে তাহলে আপনি পুনরায় চেষ্টা করতে পারেন।

স্টেপ ৪: এর পর নিচে ছবিতে যেরকম ফ্রম দেখতে পাচ্ছেন সেরকম একটি বাংলা ভাষায় ফ্রম আসবে। সেটিকে আপনি সঠিক ভাবে পূরণ করে সেভ বা সংরক্ষণ করুন।

আমার কর্মাদিশা অনলাইন আবেদন পদ্ধতি

স্টেপ ৫: তারপর আপনার সামনে একটি গেম খেলার অপসন আসবে। গেম টি খেলুন। গেমটির মধ্যে নানান কাজের ছবি আসবে আপনি আপনার পছন্দ অনুযায়ী হ্যাঁ, না বা

Amar Karmadisha Online Apply Process

স্টেপ ৫ : তারপর আপনার সামনে নিচের ছবির মতো একটি পেজ খুলে যাবে সেখানে “শুরু করুণ” তে ক্লিক করবেন। 

আমার কর্মাদিশা অনলাইন আবেদন

স্টেপ ৬ : এরপর আপনার সামনে কিছু সহজ বাংলা ভাষায় কিছু প্রশ্ন আসবে সেগুলির উত্তর দিন।

Amar Karmadisha Online Apply

স্টেপ ৭ : এরপর আপনি আপনার গেম ও যেসকল প্রশ্নের উত্তর দিয়েছেন তার ফলাফল দেখতে পাবেন।

আমার কর্মাদিশা অনলাইন আবেদন পদ্ধতি Amar Karmadisha Online Apply Process
স্টেপ ৮ : এর পর আপনি কাউন্সেলিং এর সঙ্গে যোগাযোগ করার জন্য “কাউন্সেলিং এর সঙ্গে যোগাযোগ করুন” তে ক্লিক করুন।

আমার কর্মাদিশা

আপনার আবেদন টি সম্পন্ন হয়েছে। এর পর যখন আপনার যোগ্যতা অনুযায়ী কোনো কাজ আসবে কাউন্সেলিং আপনাকে ডাকবে বা তখন আপনি তাতে আবেদন করতে পারবেন। আপনি চাইলে ওই কাজ সম্পর্কিত ট্রেনিংও নিতে পারেন।

আমার কর্মদিশা যোগাযোগ ব্যাবস্থা

আপনার যদি কোনো অসুবিধা থাকেন তাহলে আপনি এই প্রকল্পের টোল ফ্রি মোবাইল নম্বরে কল করতে পারেন। মোবাইল নং টি নিচে দেওয়া হলো।

মোবাইল নং – ১৮০০৩৪৫৮২৪৫ ( কল করার সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত )

অফিসিয়াল ওয়েবসাইট Click Here

কর্মদিশা  সম্পর্কিত FAQ

প্র: কর্মদিশা কী ?

ঊ: কর্মদিশা হলো পশ্চিমবঙ্গের একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পটির মূল উদেশ্যা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের চাকরির সুযোগ করে দেওয়া।

প্র: আমার কর্মদিশা প্রকাপে চাকরি পাবো কিভাবে ?

ঊ: কর্মদিশা তে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার সুযোগ করে দেওয়া হবে। আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বা অনলাইনে আবেদন করতে পারেন।

প্র: আমার কর্মদিশা তে অনলাইন আবেদন করবো কিভাবে ?

: কর্মদিশা অফিসিয়াল ওয়েবসাইট আমার কর্মদিশা থেকে আপনি খুব সহজে আবেদন করতে পারেন।

প্র: আমার কর্মদিশা আবেদন করতে কি কি লাগবে?

ঊ: অনলাইন আবেদন করতে কোনো কাগজপত্র লাগবে না, আপনার কিছু পার্সোনাল তথ্য, মোবাইল নং এবং ইমেইল আইডি প্রয়োজন। অফলাইন আবেদন করতে কি কি প্রয়োজন টা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে, অঞ্চল অফিসে বা BDO অফিসে জিজ্ঞাসা করতে পারেন।

পস্টির মধ্যে কর্মদিশা বা আমার কর্মদিশা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। এছাড়া কর্মদিশা সুবিধা, অনলাইন আবেদন করার পদ্ধতি ও কর্মদিশা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তরও রয়েছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার প্রতামে পেতে আমাদের সঙ্গে টেলিগ্রামে যুক্ত হন।

Join Us On Telegram – Click Here

Follow Our Facebook Page – Click Here

আরো পড়ুন ~

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “আমার কর্মাদিশা অনলাইন আবেদন পদ্ধতি | Amar Karma disha Online Apply Process”

Leave a Comment