Recruitment Notice (Direct):Anganwadi Worker and Anganwadi Helper Jobs for ICDS Project Recruitment 2022 Howrah
ICDS AWW and AWH Recruitment 2022 পশ্চিমবঙ্গে হাওড়া জেলার বিভিন্ন ব্লকে ICDS প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে অপেক্ষা করেছিল এই চাকরি জন্য। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে জেলা ও বক্লে। অবশেষে অপেক্ষা করা দিন শেষ চাকরি প্রার্থীদের। যে সমস্ত চাকরিপ্রার্থী অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তারা আইসিডিএস অঙ্গনওয়াডি কর্মী ও সহায়ক পদের আবেদন করা সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গের সরকারি ওয়েবসাইট থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে এবং অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন।নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে সেখানে থেকে ভালো করে জেনে নেবেন।
সংস্থা | শিশু বিকাশ প্রকল্প (ICDS) |
পদের নাম | lCDS Works, ICDS Helper |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী পাস |
আবেদন শেষ তারিখ | 23.05.2022 ও 09.06.2022 |
মোট সুন্যপদ | 400 এরো বেশি |
স্থান | হাওড়া জেলার বিভিন্ন ব্লক |
অফিসিয়াল ওয়েবসাইট | howrah.gov.in |
অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ 2022 | Anganwadi Worker And Helper Jobs for ICDS Recruitment 2022 Howrah
নিয়োগকারী সংস্থান ~ পশ্চিমবঙ্গে হাওয়া জেলার বিভিন্ন ব্লকে শিশু বিকাশ প্রকল্পের নিয়োগ শুরু করা হয়েছে।
পদের নাম ~ এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল-(ICDS Works)ও অঙ্গনওয়াডি সহায়ক (ICDS Helper) পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা অঙ্গনওয়াডি পদে চাকরি করতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস। এবং মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন।
বয়সসীমা ~ যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে আগ্রহী এবং তাদের নুন্যতম বয়স হতে হবে শুধু মাত্র 18 থেকে 45 বছরের মধ্যে। এখানে যদি আপনার চাকরি পান তাহলে 65 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন।
অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২ – আবেদন পদ্ধতি (ICDS Recruitment 2022 Apply Process)
যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনের আবেদনপত্র টি জমা দিতে হবে। এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র টি ডানলোড করে ভালো করে পূরন করে সেটি আপনার ব্লকে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে।
এছাড়াও চাকরি প্রার্থীরা আবেদন করতে হলে আপনার গ্ৰাম পঞ্চায়েতে গিয়ে চাকরি সমন্ধে বিস্তারিত ভাবে খবর নিয়ে সেই গ্ৰাম পঞ্চায়েতে আবেদনপত্র টি জমা দিতে হবে।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- স্থায়ী বাসিন্দা প্রমানপএ
- বয়সের প্রমানপএ (সেল্ফ অ্যাটেস্টেড করে)
- আবেদনকারীর ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতা মার্কশীট অথবা সার্টিফিকেট (সেল্ফ অ্যাটেস্টেড করে)
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিনটি ফটো কপি ও একটি স্ট্যাম্প সাইজের ফটো কপি
- আবেদনকারীর সম্পূর্ণ নাম ঠিকানা সঙ্গে 6 টাকার ডাকটিকিট সম্পলিত একটি (10″ ×4″) মাপের খাম আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে
আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 19/04/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 23/05/2022 তারিখ পর্যন্ত। আবেদনপত্র জমা নেওয়া শেষ তারিখ হল 09/06/2022 তারিখ।
নঅঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদ্ধতি (ICDS Recruitment Selection Process 2022)
এখানে চাকরি প্রার্থীদের 90 নাম্বারে লিখিত পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউ 10 নাম্বারে দিতে হবে। চাকরি প্রার্থীদের একটি খুব সহজ লিখিত পরিক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা পাস করলে ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ শেষ হওয়ার পর চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরি সমন্ধে জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
নঅঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ – গুরুত্বপূর্ণ তারিখ (ICDS Recruitment 2022 Imporortent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 27.04.2022 |
আবেদন শুরু | 27.04.2022 |
আবেদন শেষ | 23.05.2022 |
নঅঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (ICDS Recruitment Official Notice)
Anganwadi Worker And Anganawadi Helper Jobs for ICDS Recruitment 2022 Howrah Official Notification List At Bellow.
পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার প্রতিটি ব্লকের নঅঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এর লিঙ্ক দেছে দেওয়া রয়েছে।
ব্লক এর নাম (Block Name) | বিজ্ঞপ্তি লিঙ্ক (Notic Links) |
---|---|
পাঁচলা | Click Here |
জগৎবল্লভপুর | Click Here |
জগৎবল্লভপুর (অতিরিক্ত) | Click Here |
সাঁকরাইল (অতিরিক্ত) | Click Here |
সাঁকরাইল (প্রধান) | Click Here |
আমতা | Click Here |
উলুবেরিয়া | Click Here |
উদয়নারায়ণপুর | Click Here |
হাওড়া উত্তর (ইউ) | Click Here |
বাগনান II | Click Here |
বাগনান – I | Click Here |
আমতা-১ | Click Here |
আমতা – II | Click Here |
উলুবেরিয়া – II | Click Here |
উদয়নারায়ণপুর | Click Here |
উলুবেরিয়া আরবান | Click Here |
শ্যামপুর – II | Click Here |
বাগনান – II | Click here |
বাগনান – I | Click here |
আমতা | Click here |
ডোমজুর (অতিরিক্ত) | Click here |
হাওড়ার ডোমজুর (প্রধান) | Click here |
শিবপুর | Click here |
হাওড়া উত্তর (আরবান) | Click here |
হাওড়া সেন্ট্রাল (আরবান) | Click here |
বালি আরবান | Click here |
বালি জগাছা | Click here |