WBJEE ANM GNM নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর (Set-5)| Anm & Gnm Exam MCQ Questions Mock Test

WBJEE ANM GNM Mock Test (Set-5): প্ৰিয় পরীক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা যাঁরা নার্সিং পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছো, তাঁদের প্রত্যেকেই একটি পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ২০ টি প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জিকে বিভিন্ন বিষয় থেকে এই SET – 5 এ কমনযোগ্য প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। পরীক্ষার আগে একবার হলেও এই কুইজটিতে অংশগ্রহণ করুন। পরীক্ষায় ভালো নম্বর পেতে এই প্রশ্ন গুলি অবশ্যই তোমাকে ভালোভাবে মুখস্ত করে নিতে হবে।

বিষয় সূচী ~

Quiz – এর নিয়মাবলী

  • প্রত্যেকটি প্রশ্নের জন্য মোট ৪ টি করে অপশন দেওয়া আছে।
  • সঠিক উত্তর এর পাশের ON/OFF BUTTON PRESS করুন।
  • ২০ টি প্রশ্নের উত্তর দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে FINISH BUTTON এ ক্লিক করুন।
  • FINISH BUTTON এ ক্লিক করলেই তোমরা তোমাদের কুইজের স্কোর দেখতে পাবে।

#1. নিচের কোনটি ভেক্টর রাশি ?

#2. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় ?

#3. কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় ?

#4. সাধারণত যে গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয় ?

#5. নিচের কোনটি চকচকে অধাতু ?

#6. যক্ষারোগে প্রাথমিকভাবে শরীরের কোন অঙ্গ আক্রান্ত করে ?

#7. বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় ?

#8. নিন্মের কোন অ্যাসিড লেবু তে থাকে ?

#9. S. I তে তড়িৎ আধানের একক হলো -

#10. নিচের কোনটি আত্মঘাতি থলি বলা হয় ?

#11. কার্য করার সামর্থ কে কি বলা হয় ?

#12. কোষের শক্তিঘর কাকে বলা হয় ?

#13. শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম কি ?

#14. সুস্বাদু খাদ্যের জন্য লালানিঃসরণ কে নিয়ন্ত্রণ করে ?

#15. নিচের কোন গ্যাসে শব্দের গতিবেগ সর্বোচ্চ ?

#16. মানুষের মস্তিষ্কের আবরনীর নাম কি ?

#17. নিচের কোনটির তাপ ও তড়িতের সুপরিবাহী ?

#18. জারক পদার্থ নিজে কি হয় ?

#19. অ্যামিবার গমন অঙ্গ হলো কোনটি ?

#20. কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে কি বলে ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

এই ধরের বিনামূল্যে মক টেস্ট ও চাকরির খাবারের জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment