ANM ও GNM পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 2023 (Set – 4) | ANM GNM Exam Question with Answer in Bengali

ANM GNM Exam Question with Answer in Bengali (Free Mock Test): প্ৰিয় পরীক্ষার্থীরা, সামনেই রয়েছে ANM ও GNM পরীক্ষা। এই পরীক্ষাতে কম্পিটিশন অনেক বেশি হয়। তাই প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে ANM ও GNM পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ২০ টি MCQ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। প্রশ্ন গুলো আগামী ANM ও GNM পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। জীবন বিজ্ঞান, জিকে, ভৌত বিজ্ঞান সব মিলিয়ে আজকের এই আর্টিকেল তৈরী করা হয়েছে। কুইজ আকারে প্রশ্ন গুলো দেওয়া আছে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি জন্য অবশ্যই রী কুইজে অংশগ্রহণ করো।

ANM GNM Exam Question with Answer in Bengali (Free Mock Test)

বিষয় সূচী ~

ANM ও GNM গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর মক টেস্ট (Set – 4)

নিচে ANM ও GNM গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর মক টেস্ট শুরু করুন এবং ফলাফল জানতে Finish-তে ক্লিক করুন।

#1. মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে কোন স্থান থেকে যোগদান করেছিলেন ?

#2. লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায়। এটি কি ধরণের চলন -

#3. বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

#4. বায়োফুয়েলের একটি উদাহরণ হলো কোনটি ?

#5. বছরে দুবার বর্ষাকাল হয় ভারতের কোন উপকূলে ?

#6. শব্দদূষণের মাত্রার একক কি ?

#7. কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন ?

#8. LPG - এর মূল উপাদান কোনটি ?

#9. আন্টার্টিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে ক্ষতি হয় কোন সময় ?

#10. শাখাকলম দ্বারা বংশবিস্তার করে কোন উদ্ভিদ ?

#11. লেন্সের ক্ষমতার S. I একক কি ?

#12. নিচের কোন গ্যাসটি গ্যাস বেলুনের মধ্যে থাকে ?

#13. X - রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না ?

#14. বংশগতির জনক কাকে বলা হয় ?

#15. কোন বর্ণের আলোতে সালোকসংশ্লেষ সর্বাপেক্ষা কম হয় ?

#16. X - রশ্মি কে আবিষ্কার করেন ?

#17. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় ?

#18. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ?

#19. পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো কেমিক্যাল শিল্প কেন্দ্রে অবস্থিত ?

#20. ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

এই ধরের বিনামূল্যে মক টেস্ট ও চাকরির খাবারের জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment