ANM GNM পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩ (সেট-৬) | ANM GNM Important MCQ Mock Test

ANM GNM Important MCQ Mock Test: প্ৰিয় পরীক্ষার্থীরা,পশ্চিমবঙ্গে Anm Gnm পরীক্ষা কয়েক মাস পরেই হবে। এখন থেকেই আপনারা ভালোভাবে প্রস্তুতি করুন। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান থেকে বেশি বেশি প্রশ্ন আসে তাই সেই গুলো বিষয় ভালোভাবে পড়ুন। আজকের এই আর্টিকেলে মোট ২০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে যেই প্রশ্ন গুলো আগামী ANM GNM পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ANM GNM Important MCQ Mock Test [Set-6]

বিষয় সূচী ~

Quiz – এর নিয়মাবলী

  • মোট ২০ টি প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে।
  • প্রত্যেকটি প্রশ্নের জন্য ৪ টি করে অপশন দেওয়া রয়েছে।
  • সঠিক উত্তরের পাশের On/Off Button Press করুন।
  • সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে Finish Button এ ক্লিক করে কুইজের স্কোর চেক করুন।

#1. একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হলো ---

#2. ভিটামিন -D এর অভাবে কোন রোগ হয় ?

#3. প্রাণীদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?

#4. নিন্মলিখিত কোনটি অ্যামাইলেজের অধিক উৎস ?

#5. অ্যামাইনো অ্যাসিড কিসের মুখ্য উপাদান --

#6. DNA সংশ্লেষ ঘটে কোষবিভাজনের যে দশায় ---

#7. নিন্মলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি হরমোন গঠনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় ?

#8. কোনটি অধিক সুষম খাদ্য ?

#9. নিন্মলিখিত কোনটি পরিণত মানবদেহের বৃহত্তম গ্রন্থি?

#10. কোষ বিভাজনের একটি পদ্ধতি হলো ---

#11. নিন্মের কোনটি প্রকৃত ফল নয় ?

#12. সমুদ্রজলে যে প্রাণীগোষ্ঠীটি অনুপস্থিত ??

#13. রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন ?

#14. মানবদেহের ওজনের কত শতাংশ জল -----

#15. রুমিনেন্ট পাকস্থলী দেখা যায় ---

#16. মিনিমাম লিখিত কোনটি স্বভোজী ( Autotroph ) নয় ?

#17. উদ্ভিদের নিনলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃতকোশ দ্বারা গঠিত?

#18. কোন ভিটামিনের অভাবে স্ক্যার্ভি রোগ হয় ?

#19. টেলিস্কোপ কে আবিষ্কার করেন ?

#20. সবথেকে বেশি জৈবিকমূল্য পাওয়া যায় --

Finish

Results

-
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Here
টেলিগ্রাম চ্যানেলJoin Here
চাকরির খবরClick Here
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment