AOC Recruitment 2023: পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস করে থাকা প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর। Army Ordnance Corps (AOC)-এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ১৭৯৩টি শূন্য পদে ট্রেডসম্যান মেট এবং ফায়ারম্যান নিয়োগ করা হবে। এখানে সমস্ত ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন। AOC Tradesman Mate & Fireman Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Army Ordnance Corps (AOC) |
---|---|
পদের নাম | Tradesman Mate, Fireman |
মোট শূন্যপদ | ১৭৯৩ টি |
বেতন (₹) | ১৮,০০০ – ৬৩,২০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | aocrecruitment.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
আর্মি অর্ডন্যান্স কর্পস কেন্দ্রে নিয়োগ ২০২৩ (AOC Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে ভারতের Army Ordnance Corps (AOC)-তে ট্রেডসম্যান মেট (Tradesman Mate) এবং ফায়ারম্যান (Fireman) পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
AOC Recruitment 2023-তে সবমিলে মোট ১৭৯৩ টি শূন্য পদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকের মধ্যে দেওয়া হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Tradesman Mate | ১২৪৯ টি |
Fireman | ৫৪৪ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলেই Army Ordnance Corps Recruitment 2023-তে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
Army Ordnance Corps Recruitment 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। বয়স ছাড় সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখুন।
বেতন (Salary)
এখানের প্রতিটি পদের বেতনের পরিমাণ নিচের ছকের মধ্যে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Tradesman Mate | Rs. 18,000 – 56,900/- |
Fireman | Rs. 19,900 – 63,200/- |
আবেদন পদ্ধতি (Apply Online)
আগ্রহী ও যোগ্য প্রার্থী AOC Recruitment 2023-তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে প্রার্থীদের কে Army Ordnance Corps-এর অফিসিয়াল ওয়েবসাইট www.aocrecruitment.gov.in-তে যেতে হবে। এখানে আবেদন করার সহজ পদক্ষেপগুলো নিচের তালিকার মধ্যে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে www.aocrecruitment.gov.in ওয়েবসাইটে যান।
- এরপর নতুন পর্থীদের Create New Account-তে ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।
- রেজিষ্টার করা নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- আবেদন মূল্য জমা দিতে হবে (যদি প্রয়োজন হয়)।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখতে হবে।

আবেদন মূল্য (Application Fee)
Army Ordnance Corps Recruitment 2023-তে আবেদন করার জন্য কোনরকম আবেদনমূল্য রাখা হয়নি।
আবেদনের শেষ তারিখ (Last Date)
AOC Vacancy 2023-তে আগামী ২৫এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
AOC Vacancy 2023-তে Tradesman Mate এবং Fireman পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচনে প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৪.০২.২০২৩ |
আবেদন শুরু | ০৪.০২.২০২৩ |
আবেদন শেষ | ২৫.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |