ASHA Karmi Jobs Recruitment West Bengal 2022: পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চলে আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত করা করা হয়েছে। এই পদের জন্য শুধু মাত্র বিবাহিত ও বিধবা মহিলা আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে এবেদনের কোনো সুবিধা রাখা হয়নি। অফলাইন কিভাবে আবেদন করবেন তার পদ্ধতি নিচে দেওয়া রয়েছে। আপনি যদি আগ্রহী পার্থী হয়ে থাকেন পুরো পোস্টটি পড়ুন, নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আশা কর্মী নিয়োগ ২০২২ | ASHA Jobs Recruitment Uttar Dinajpur 2022
প্রকল্পের নাম | আশা (ASHA) নির্বাচন কমিটি |
পদের নাম | আশা (ASHA) |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
আবেদন শুরু | ০৩.০১.২০২১ |
আবেদন শেষ | ৩১.০১.২০২২ |
শূন্য পদ | ৬০ |
চাকরির স্থান | উত্তর দিনাজপুর |
আশা কর্মীর চাকরির শিক্ষাগত যোগ্যতা ~
মাধ্যমিক পাস পার্থিরা আশা কর্মীর জন্য আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার পার্থিদের উচ্চ শিক্ষা মূল্যায়ন বিবেচনার কোনো সুবিধা থাকবে না। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
আশা কর্মী আবেদনের বয়স সীমা ~
সাধারণ পার্থীর বয়স ০১.১০.২০২২ এর মধ্যে ৩০ থেকে ৪০ বছর হতে হবে। তপশীল জাতি ও তপশীল উপজাতির পর্থীদর বয়স সীমা ঐ তারিখের মধ্যে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শূন্য পদ ~ এখানে মোট ৬০ টি শূন্য পদ রয়েছে।
বেতন ~ উল্লেখ করা নেই।
আবেদনের শেষ তারিখ ~ ৩১.০১.২০২২ বিকেল ৫ টা পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।
আবেদন মূল্য ~ এখানে কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি।
আশা কর্মী আবেদন পদ্ধতি (How To Apply For ASHA)
আশা কর্মিতে আবেদন করার জন্য কোনো অনলাইন সুবিধা রাখা হয়নি। এখানে আবেদন করার জন্য আপনাকে আবেদন ফ্রম ডাউনলোড করে, সেটিকে সঠিক ভাবে পূরণ করে অফিসিয়াল নোটিসে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। অফিসিয়াল নোটিস এবং আবেদন ফ্রম এর ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে।
আপনার পূরণ করা ফ্রম এর সঙ্গে কিছু ডকুমেন্ট এর জেরক্স ও পাঠাতে হবে। কি কি কাগজের জেরক্স পাঠাবেন তা নিচের তালিকায় দেওয়া রয়েছে।
- আশা কর্মী চাকরির আবেদনের জন্য গুরু্বপূর্ণ কাগজপত্র –
- জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড
- ভোটার কার্ড বা রেশন কার্ড
- জাতিগত প্রমাণপত্র (তপশীল জাতি, উপজাতির ক্ষেত্রে)
- মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট
- উপযুক্ত কর্তি পক্ষের দেওয়া গ্রেড ১ বা গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য / পরীক্ষণ প্রাপ্ত দাই এবং লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র (প্রয়োজন হলে)
- পর্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ ফটো
আশা কর্মী নিয়োগ পদ্ধতি (Selection Process Of ASHA)
পরীক্ষার মনের উপর ভিত্তি করে ও ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে পার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )
বিজ্ঞপ্তি প্রকাশিত – ০৩.০১.২০২২
আবেদন শুরু – ০৩.০১.২০২২
আবেদন শেষ – ৩১.০১.২০২২
প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )
অফিসিয়াল নোটিস – Click Here
আবেদন ফ্রম ডাউনলোড – Download Here
আমাদের টেলিগ্রাম – Click Here
আরো পড়ুন – বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2022 | West Bengal Government Jobs 2022