Asha Karmi Jobs Requirments Notification Out 2022 Total 114 Post
পশ্চিমবঙ্গে আবার Asha Karmi নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস করা মহিলা চাকরি পর্থীদের জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গের উত্তরদিনাজপুর জেলায় প্রচুর পরিমাণে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে মোট 114 টি শূন্যপদ রয়েছে, মাধ্যমিক পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনার যদি এই পদের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে মনে রাখবেন 22 সে এপ্রিল এর আগে এখানে আবেদন করতে হবে। আপনারা এখানে কিভাবে আবেদন করতে পারবেন তা নিচে বিস্তারিত দেওয়া রয়েছে। এছাড়াও অফিসিয়াল নোটিস এর ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে একবার ভালোকরে পড়ে নেবেন।
পদের নাম | Asha |
শূন্য পদ | 162 টি |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক |
আবেদন শেষ | 22/04/2022 |
আবেদন পদ্ধতি | অফলাইন |
স্থান | উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ |
আশকর্মি নিয়োগ – বিস্তারিত (ASHA Requirments – Dateils)
ASHA Karmi-এর জন্য শুধুমাত্র বিবাহিত মহিলা আর ডিভোর্স/বিধবা মহিলা চাকরি পার্থী আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। উচ্চ শিক্ষা পর্থিরাও এখানে আবেদন করতে পারে কিন্তূ উচ্চ শিক্ষার মূল্যায়ন এখানে গণ্য করা হবে না।
বয়স সীমা ~ আবেদনকারীর বয়স 05/04/2022 তারিখের মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শুধু মাত্র তাপশিল জাতি/উপজাতির মহিলাদের জন্য 22 থেকে 40 বছর।
আবেদন করার শেষ তারিখ ~ 22/04/2022 তারিখ বিকেল 4 টা পর্যন্ত প্রাপ্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।
আবেদন মূল্য ~ উল্লেখ নেই
চাকরির স্থান ~ পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে।
আবেদন পদ্ধতি (ASHA – Apply Process)
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুবিধা রাখা হয়নি। এখানে আবেদন করার জন্য আপনাকে একটি A4 সাইজের সাদা কাগজে নিদির্ষ্ট বয়ানে পূরণ করতে হবে। মনে রাখবে আবেদন পাত্রটি জন্য এক পৃষ্ঠার বেশি না হয়। আবেদন পত্র পূরণ কোরর জন্য বি.ডি.ও. অফিস/গ্রামপঞ্চয়েত/প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। আবেদন পাত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে অফিসিয়াল নোটিসে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট ~
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
- ভোটার কার্ড বা রেশন কার্ড
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রয়োজন)
- সাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো
নিয়োগ পদ্ধতি ( ASHA – Selection Process)
এখানে মাধ্যমিক পরীক্ষা ফলাফলের মান এর উপর ভিত্তিতে ও সাক্ষাৎকার/ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক ( ASHA Requirment – Important Dates & Link)
গুরুত্বপূর্ণ তারিখ ~
বিজ্ঞপ্তি প্রকাশিত – 06/04/2022
আবেদন শুরু – 06/04/2022
আবেদন শেষ – 22/04/2022
গুরুতুপূর্ন লিঙ্ক ~
অফিসিয়াল নোটিস – Click Here
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
আমাদের টেলিগ্রাম – Click Here
আরো পড়ুন ~
1 thought on “Asha Karmi Requirment 2022 | আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি – 162 টি পদ”