ASHA Karmi Recruitment 2022 Howrah: আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, মোট 131 টি শূন্যপদ

ASHA karmi Recruitment 2022 Howrah: পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। এখানে মোট ১৩১ টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। এখানে প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে। এখানে শুধুমাত্র মহিলা পার্থী আবেদন করতে পারবেন। হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ তে কিভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন এই বিষয়ে নিচে বিস্তারিত দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাDHFWS Howrah
পদের নামআশা কর্মী (ASHA Worker)
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
মোট শূন্যপদ131 টি
আবেদন মোডঅফলাইন
স্থানহাওড়া, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwww.healthyhowrah.org

বিষয় সূচী ~

হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ – Howrah District ASHA Karmi Recruitment 2022

পদের নাম – Post Name

এখানে DHFWS Howrah এর তরফ থেকে আশা কর্মী (ASHA Worker) নিয়োগ করা হচ্ছে।

আশা কর্মী আবেদনের যোগ্যতা – ASHA Karmi Qualification

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আশা কর্মী পদে আবেদন করার জন্য যেকোন স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা প্রয়োজন।

আশা কর্মী বয়সসীমা – ASHA Karmi Recruitment 2022 Age Limit

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা হলো 30 বছর। এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন।

বেতন – Asha Karmi 2022 Salary

এখানে প্রতিমাসে 13,000/- টাকা বেতন দেওয়া হবে।

আশা কর্মী আবেদন করার পদ্ধতি – ASHA Karmi Recruitment 2022 Apply Process

হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ তে আবেদন করার জন্য প্রথমে www.healthyhowrah.org ওয়ে সাইটে যান। এরপর DHFWS Howrah Notificationt তে ক্লিক করুন এবং সমস্ত তথ্য জেনে নিন। এরপর নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদ পত্র ডাউনলোড করুন। আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে, এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করুন। এরপর নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন অথবা নিজে গিয়ে জমা করুন।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা

“The CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur, Satellite Town Ship, Asansol Howrah, Pin – 713305.”

প্রয়োজনীয় ডকুমেন্ট – Required Documents

  • জন্ম প্রমাণপত্র/ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • আধার কার্ড/ভোটার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • ফটো কপি।

আবেদনের শুনানি শেষে – ASHA Karmi Recruitment 2022 Howrah Last Date

Howrah District ASHA karmi Recruitment 2022 তে আবেদন শুরু 30 আগস্ট 2022, এবং আবেদনের শেষ তারিখ 14 সেপ্টেম্বর 2022

আশা কর্মী নিয়োগ প্রক্রিয়া – ASHA karmi Selection Prosess 2022

আশা কর্মী নিয়োগ এর জন্য আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এবং যে সকল পার্থী এই পরীক্ষায় সফল হবে তাদের ইন্টারভিউ এর মাধ্যমে আশা কর্মী পদে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত23.08.2022
আবেদন শুরু30.08.2022
আবেদন শেষ14.09.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল নোটিস/আবেদন পত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: healthyhowrah.org
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free

নতুন চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির খবর

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

ASHA Karmi Recruitment 2022 Howrah – FAQ

ASHA Karmi Recruitment 2022 Howrah

হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ তে মোট কটি শূন্যপদ আছে?

হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ তে মোট 131 টি শূন্যপদ রয়েছে।

Howrah District ASHA karmi Recruitment 2022 তে আবেদন শুরু কতো তারিখ?

Howrah District ASHA karmi Recruitment 2022 তে আবেদন শুরু 30 আগস্ট 2022 তারিখ।

ASHA Karmi Recruitment 2022 Howrah তে আবেদন শেষ কত তারিখ?

ASHA Karmi Recruitment 2022 Howrah তে আবেদন শেষ 14 সেপ্টেম্বর 2022.

কিভাবে হাওড়া জেলায় আশা কর্মী আবেদন ফর্ম ডাউনলোড করবো?

হাওড়া জেলায় আশা কর্মী আবেদন ফর্ম এর PDF ফাইল এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

4 thoughts on “ASHA Karmi Recruitment 2022 Howrah: আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, মোট 131 টি শূন্যপদ”

Leave a Comment