Asha Karmi Recruitment 2022 Kalimpong District: পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় এবার আসা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস করা মহিলা এই পদের জন্য আবেদন করতে পারবে। Kalimpong District Asha Karmi Recruitment 2022 তে কিভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন। আরো বিশদ জানতে অফিসিয়াল নোটিশটি পড়ুন, নিচে গুরুত্বপূর্ণ লিঙ্ক এর বিভাগে অফিসিয়াল নোটিস এর লিঙ্ক দেওয়া রয়েছে।
নিয়োগ সংস্থা | কালিম্পং SDO অফিস |
চাকরির নাম | আশা কর্মী নিয়োগ ২০২২ |
পদের নাম | ASHA Karmi (আশা কর্মী) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 32 |
স্থান | কালিম্পং, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | www.kalimpong.gov.in |
কালিম্পং জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ | Kalimpong District Asha Karmi Recruitment 2022

পদের নাম | Post Name
এখানে ASHA Selection Sammittee Kalimpong Sub-Division, Kalimpong এর তরফ থেকে আশা কর্মী (ASHA Karmi) পদে নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতা | Eligibility
এখানে শুধু মাত্র বিবাহিত, ডিভোর্স বা বিধবা মহিলা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস।
বয়সসীমা | Age Limit
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 30 বছর থেকে 40 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
শূন্যপদ | Total Vacancy
এখানে সব মিলিয়ে মোট 32 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি | How To Apply
ASHA Selection Sammittee Kalimpong Sub-Division, Kalimpong তে ASHA Karmi পদে আবেদন আপনাকে অফলাইনের মাধ্যমে করতে হবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে, সঠিকভাবে পূরণ করে অফিসিয়াল নোটিসে দেওয়া ঠিকানায় পোস্ট এর মাধ্যমে অথবা নিজে গিয়ে জমা করতে হবে। আবেদন করার পদ্ধতি নিচে সংক্ষিপ্ত রূপ দেওয়া হলো।
- নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম এর PDF ফাইল ডাউনলোড করুন।
- ফর্মটি A4 সাইজের সাদা কাগজে প্রিন্ট করুন।
- আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করুন।
- আবেদনকারীর রগীন পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার দিন।
- নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যুক্ত করুন।
- এরপর একটি খামার মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন অথবা নিজে গিয়ে জমা করুন।
প্রয়োজনীয় নথিপত্র | Required Documents
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ব্যর্থ সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
- আধার কার্ড/ভোটার কার্ড।
- পাসপোর্ট সাইজ ফটো।
- বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
- কোনো কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
নিয়োগ প্রক্রিয়া | Selection Process
এখানে আবেদনকারীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে জমা পড়া আবেদন পত্র থেকে শিক্ষাগত যোগ্যতার নম্বর অনুযায়ী শর্ট লিস্ট করা হবে। তারপর ওই পর্থীদের বাড়িতে পোস্ট এর মাধ্যমে ইন্টারভিউর আমন্ত্রণ পত্র পাঠানো হবে। ওই পত্রের মধ্যেই ইন্টারভিউর তারিখ উল্লেখিত থাকবে।
গুরুত্বপূর্ণ তারিখ | Important Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 03.08.2022 |
আবেদন শুরু | 03.08.2022 |
আবেদন শেষ | 23.08.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links
- অফিসিয়াল নোটিস/আবেদন পত্র – Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্রাম – Join Here Free