Asha Karmi Recruitment 2022 North 24 Parganas: পশ্চিমবঙ্গের জেলার আলাদা আলাদা সাব- ডিভিশনে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এখানে যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই এখানে কী ভাবে আবেদন করবেন, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Govt Of West Bengal |
পদের নাম | আশা কর্মী |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 186 টি |
স্থান | উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ |

Asha Karmi Recruitment 2022 North 24 Parganas
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – আশা কর্মী।
মোট শূন্যপদ ~ এখানে চাকরি প্রার্থীদের 186 টি শূন্য পদে নিয়োগ করা হবে (ব্যারাকপুর সার ডিভিশন- 30 টি, বসিরহাট সাব ডিভিশন-72টি, বনগাঁও সাব ডিভিশন-25 টি, বারাসাত সাব ডিভিশন-59টি)।
শিক্ষাগত যোগ্যতা ~ চাকরি প্রার্থীরা যদি মাধ্যমিক পাস এবং আরো উচ্চ শিক্ষিত হয়ে থাকেন তাহলেও এখানে আবেদন করা সুযোগ পাবেন। তবে চাকরি প্রার্থীদের নিয়োগ ক্ষেএে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বারে বিচার করা হবে।
বয়সসীমা ~ 15 জুলাই 2022 তারিখে মধ্যে সাধারণ চাকরি প্রার্থীর বয়স 30 থেকে 40 বছর এবং ST/SC চাকরি প্রার্থীদের 22 থেকে 40 বছরের প্রয়োজন।
অনান্য যোগ্যতা ~ এখানে চাকরি প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। এখানে কেবল মাত্র বিবাহিত/বিধবা/আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ মহিলারাই আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের গ্ৰেড -1 এবং গ্ৰেড -2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।
আশা কর্মী আবেদন পদ্ধতি
যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আলাদা আলাদা সাব ডিভিশনের অনুযায়ী নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে চাকরি প্রার্থীরা আবেদন পত্র টি ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সেটি খামে ভরে নিজ নিজ ব্লক অফিসে ঠিকানা আবেদন পএ পাঠাতে হবে । এবং খামের ওপর বড় হাতে লিখতে হবে পদের নাম।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- বয়সের প্রমানপএ।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- স্থায়ী বাসিন্দা প্রমান পএ।
- জাতিগত প্রমান পএ।
- পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমান পএ।
আবেদন পত্র পাঠানো ঠিকানা ~ The Block Development Officer,_ Development Block, At_ B.D.O Office,At_ P.O-_ P.S-_ Dist.-North 24 parganas,Pin.-_.
আবেদন শেষ তারিখ ~ এখানে চাকরি প্রার্থীরা 26.07.2022 তারিখ বিকাল 3 টা মধ্যে আবেদনপত্রটি পাঠাতে পারেন।
আশা কর্মী নিয়োগ 2022 গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 18.07.2022 |
আবেদন শুরু | 18.07.2022 |
আবেদন শেষ তারিখ | 26.07.2022 |
অফিশিয়াল নোটিস (বারাসাত-সদর সাব ডিভিশন) | Download PDF |
অফিসিয়াল নোটিস (বারাসাত I, হিঙ্গলগঞ্জ, হারোরা, স্বরূপনগর) | Download PDF |
অফিসিয়াল নোটিস (ব্যারাকপুর সাব ডিভিশন) | Download PDF |
অফিসিয়াল নোটিস (ব্যারাকপুর সাব ডিভিশন) | Download PDF |
অফিসিয়াল নোটিস (বনগাঁ সাব ডিভিশন) | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- কৃষি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ 2022
- মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2022
2 thoughts on “আশা কর্মী নিয়োগ ২০২২ – ১৮৬ টি শূন্যপদ | Asha Karmi Recruitment 2022 North 24 Parganas”