Purulia District ASHA Karmi Recruitment 2022 : পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরি প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিস দেখুন।
নিয়োগ সংস্থা | Govt Of West Bengal |
পদের নাম | আশা কর্মী |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 42 টি |
আবেদন শুরু তারিখ | 10.08.2022 |
স্থান | পুরুলিয়া, পশ্চিমবঙ্গ |
পুরুলিয়া জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি | Purulia District ASHA Karmi Recruitment 2022
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের আশা কর্মী পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।
মোট শূন্যপদ ~ এখানে সবমিলিয়ে মোট 42 টি শূন্য পদে নিয়োগ করা হবে।
শূন্য পদের বিন্যাস ~ এখানে বরাবাজার ব্লকে – 8 টি শূন্য পদ রয়েছে, বনদয়ন ব্লকে – 7 টি শূন্য পদ রয়েছে, মানবাজার 1নং ব্লকে – 5 টি শূন্য পদ রয়েছে, মানবাজার 2 নং ব্লকে – 18 টি শূন্য পদ রয়েছে।
বয়সসীমা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়সসীমা হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তবে এসসি, এসটি চাকরি প্রার্থীরা 22 বছর থেকে আবেদন করতে পারবেন। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 4,500/ টাকা বেতন দেওয়া হবে এবং কাজের উপর ভিত্তি করে ভাতা দেওয়া হবে।
আশা কর্মী আবেদন পদ্ধতি পুরুলিয়া | Pirulia Dist ASHA Karmi Apply Process
যেহেতু চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নোটিশে উল্লেখিত ডকুমেন্টস গুলো যুক্ত করে। নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে।

আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- বয়সের প্রমানপএ।
- স্থায়ী বাসিন্দা প্রমান পএ।
- জাতিগত প্রমান পএ।
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমান পএ।
- পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।
অন্যান্য যোগ্যতা ~ এখানে চাকরিপ্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। এখানে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে। কেবলমাত্র বিবাহিতা/ ডিভোসী/ বিধবা মহিলার আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। আরও বিস্তারিত তথ্য জানতে হলে নিচে লিঙ্গ থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আবেদনপত্র জমা পাঠানোর ঠিকানা ~ Office of the Concerned Block Development Officer, Pucha, Manbazar-l, Manbazar-ll, Bandwan & Barabazar Development Block
আবেদন করা শেষ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 10.08.2022 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 05.09.2022 তারিখ।
নিয়োগ পদ্ধতি | ASHA Karmi Recruitment 2022 Selection Process
এখানে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস পরীক্ষায় নাম্বারে ভিত্তিতে ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক | Importent Dates And Links
বিজ্ঞপ্তি প্রকাশিত | 05.08.2022 |
আবেদন শুরু | 10.08.2022 |
আবেদন শেষ তারিখ | 05.09.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
1 thought on “ASHA Karmi Recruitment 2022: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা 42 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ”