গ্ৰামনী স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ ২০২২, অফিসিয়াল বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি, যোগ্যতা | ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur

ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur: পশ্চিমবঙ্গের গ্ৰামনী স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 18 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। এখানে শুধু মহিলার আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাASHA Selection Committee
পদের নামআশা কর্মী
মোট শূন্য পদ18 টি
বেতননিয়ম অনুযায়ী
আবেদন মোডঅফলাইন
স্থানউত্তর দিনাজপুর
ওয়েবসাইটuttardinajpur.gov.in

উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ | ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur

পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের আশা কর্মী পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ ~ এখানে মোট 18 টি শূন্য পদ রয়েছে (রানিগঞ্জ ব্লকে- 8 টি শূন্য পদ, কালিগঞ্জ ব্লকে- 2টি শূন্য পদ,হেমতাবাদ ব্লকে-5 টি শূন্য পদ, ইথার ব্লকে- 3 টি শূন্য পদ)।

শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস।

বয়সসীমা ~ এখানে আবেদন করা জন্য সর্বনিম্ন বয়সসীমা 30 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST চাকরি প্রার্থীরা 22 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি | How To Apply ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur

যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনে সুবিধা না থাকায় চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে, এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে। এরপর চাকরি প্রার্থীরা নিচে দেওয়া ঠিকানা পাঠিয়ে দিন অথবা নিজে গিয়ে জমা করুন।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~

  • বয়সের প্রমানপএ।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • স্থায়ী বাসিন্দা প্রমানপএ।
  • জাতিগত প্রমানপএ।
  • পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমানপএ।

অন্যান্য যোগ্যতা ~ এখানে চাকরি প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। এখানে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে। কেবলমাত্র বিবাহিতা/ডিভোসী/বিধবা মহিলার আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ To The Member Secretary & SDO. Asha Section Committee, Uttar Dinajpur_ Block, (Respective Block) P.O_ Dist- Uttar Dinajpur, West Bengal. Pin-_.

আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক ~ এখানে আবেদনকারীরা 28.09.2022 তারিখ বিকাল 5 টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক | ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur Dates & Links

বিজ্ঞপ্তি প্রকাশিত06.09.2022
আবেদন শুরু06.09.2022
আবেদন শেষ তারিখ28.09.2022
অফিশিয়াল নোটিসDownload PDF
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামে লিঙ্কJoin Here

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur – FAQ

ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur

উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করবো?

উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur তে মোট কতগুলি শূন্যপদ আছে?

ASHA Karmi Recruitment 2022 Uttar Dinajpur তে মোট 18 টি শূন্যপদ আছে।

উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগের আবেদন শেষ কত তারিখ?

উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগের আবেদন শেষ আগামী 28 সেপ্টেম্বর 2022 তারিখ।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment