Asha Karmi Recruitment 2022 West Bengal: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার এক BDO অফিসে আশা কর্মী নিয়োগ 2022 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। এখানে যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে আপনার ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | Govt Of West Bengal |
পদের নাম | আশা কর্মী |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্য পদ | 26 টি |
আবেদন শেষ তারিখ | 21.06.2022 |
স্থান | পশ্চিম বর্ধমান |

আশা কর্মী নিয়োগ 2022 পশ্চিম বর্ধমান (Asha Karmi Recruitment 2022)
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- আশা কর্মী।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করা সুযোগ পাবেন।
বয়সসীমা ~ 01/01/2022 তারিখের মধ্যে, সাধারণ পর্থীর বয়স 30 থেকে 40 বছর এবং ST/SC পার্থীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর বয়স প্রয়োজন।
আশা কর্মী নিয়োগ 2022 – আবেদন পদ্ধতি
এখানে চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আপনার আবেদন করবেন নিচে Step-by-step আলোচনা করা রয়েছে-
- চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্র টি পেয়ে যাবেন সেটি প্রিন্ট আউট করে ভালো করে পূরন করবেন।
- চাকরি প্রার্থীরা নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আবেদনপত্র সঙ্গে যুক্ত করবেন।
- আবেদনপত্র উপরে ডান দিকে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।
- এরপর চাকরি প্রার্থীরা আবেদনপত্র টি খামে ভরে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- বয়সে প্রমানপএ
- মাধ্যমিক এডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশীট অথবা মাধ্যমিক সার্টিফিকেট
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- বাসিন্দা সার্টিফিকেট
- অন্যান্য
আবেদন মূল্য ~ যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তাদের কোন রকম আবেদন মূল্য দেওয়া প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন।
আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~ ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 01/06/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 21/06/2022 তারিখ পর্যন্ত।
Asha Karmi Recruitment 2022 – নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 27.05.2022 |
আবেদন শুরু | 01.06.2022 |
আবেদন শেষ | 21.06.2022 |
অফিসিয়াল নোটিস | Click Here |
আবেদন পত্র | Download PDF |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
কারা কারা আশা কর্মী পদ এর জন্য আবেদন করতে পারবেন?
আশা কর্মী পদের জন্য বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং আইনোত বিবাহ বিচ্ছেদ মহালারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আশা কর্মী নিয়োগ 2022 আবেদনের বয়স সীমা কত?
আশা কর্মী নিয়োগ 2022 আবেদনের বয়স সীমা হলো 30 থেকে 40 বছর ও ST/SC পার্থিদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর।
আশা কর্মী ফর্ম pdf ডাউনলোড করবো কিভাবে?
উপরের Download Here এ ক্লিক করে আশা কর্মী ফর্ম pdf ডাউনলোড করতে পারবেন।
1 thought on “আশা কর্মী নিয়োগ 2022 | Asha Karmi Recruitment 2022 West Bengal”