Axis Bank Back Office Executive Jobs: 2022 পশ্চিমবঙ্গের চাকরি পার্থীদের জন্য আরো বিরাট সুখবর। ncs.gov.in ওয়েবসাইটে Axis Bank এ উচ্চমাধ্যমিক পাসে ব্যাক অফিস এক্সিকিউটিভ নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন জানতে চাইলে পুরো খবরটি পড়ুন।
কোম্পানির নাম | Pitrashis Marketing Enterprises Privet Limited |
পদের নাম | Back Office Executive |
চাকরির ধরন | Privet Jobs |
শিক্ষাগত যোগ্যতা | 12th Pass, Graduation |
মোট শূন্যপদ | 45 |
চাকরির স্থান | West Bengal |
ওয়েবসাইট | ncs.gov.in |
অক্সিস ব্যাঙ্কে নিয়োগ ২০২২ | Axis Bank Back Office Executive Jobs Recruitment 2022

পদের নাম | Post Name
এখানে Axis Bank তে “Back Office Executive” পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা | Education Qualification
Axis Bank Back Office Executive Jobs এর জন্য আবেদন করতে আবেদনকারীদের উচ্চমাধ্যমিক পাস (12th Pass) অথবা স্নাতক (Graduation) করা থাকতে হবে। এবং তারসঙ্গে কম্পিউটার এর জ্ঞান থাকা প্রয়োজন।
বয়সসীমা | Age Limit
Axis Bank Back Office Executive Jobs আবেদনকারীদের বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
শূন্যপদ | Vacancy
ncs.gov.in ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট 45 টি শূন্যপদ রয়েছে।
আবেদন পদ্ধতি | Apply Online
এখানে আবেদনকারীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। National Career Service এর অফিসিয়াল ওয়েবসাইটে (ncs.gov.in) গিয়ে আবেদন করতে পারবেন অথবা নিচে দেওয়া আবেদন লিঙ্ক থেকেও আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি ধাপের মাধ্যমে দেখানো হলো।
- প্রথমে ncs.gov.in ওয়েবসাইটে যান
- আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে রেজিষ্টার করে নিন। নয়তো লগইন করুন।
- এই চাকরির বিজ্ঞপ্তি সার্চ করুন (Job ID: 17T82-0246512875596J)
- এর পর পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
- ডানদিকে Apply তে ক্লিক করুন।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন।
নিয়োগ প্রক্রিয়া | Selection Process
Axis Bank Back Office Executive Jobs তে আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা বা অনলাইনে পরীক্ষা দেবার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে পার্থী বাছাই করে নিয়োগ করা করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 27.07.2022 |
আবেদন শুরু | 27.07.2022 |
আবেদন শেষ | 31.08.2022 |
প্রয়োজনীয় লিংক | Importent Links
- আবেদন লিঙ্ক – Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট – ncs.gov.in
- আমাদের টেলিগ্রাম – Join Here
আরো চাকরি দেখুন 👇
Axis Bank Back Office Executive Jobs 2022 FAQ
অক্সিস ব্যাংকে ব্যাক অফিস এক্সিকিউটিভ চাকরির যোগ্যতা?
অক্সিস ব্যাংকে ব্যাক অফিস এক্সিকিউটিভ চাকরির জন্য উচ্চ মাধ্যমিক পাস বা স্নাতক করা থাকতে হবে। এবং কম্পিউটারের সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
অক্সিস ব্যাংকে ব্যাক অফিস এক্সিকিউটিভ চাকরির বেতন কত?
অক্সিস ব্যাংকে ব্যাক অফিস এক্সিকিউটিভ চাকরির বেতন হলো 14500 থেকে 28000 টাকার মধ্যে।
অক্সিস ব্যাংকে ব্যাক অফিস এক্সিকিউটিভ চাকরির আবেদন করবো কিভাবে?
অক্সিস ব্যাংকে ব্যাক অফিস এক্সিকিউটিভ চাকরির জন্য আপনারা ncs.gov.in সাইটে গিয়ে আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য উপরে দেওয়া রয়েছে।