Bandhan Bank Customer Service Executive Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি সুখবর। বন্ধন ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নেশনাল ক্যারিয়ার সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইট @ncs.gov.in তে। উচ্চ মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | ARYAMAN DETECTIVE SERVICES & SOLUTIONS PRIVATE LIMITED |
---|---|
পদের নাম | Bandhan Bank Customer Service Executive |
মোট শূন্যপদ | 78 টি |
বেতন | Rs. 14,500 – 20,700/- |
চাকরির ধরন | প্রাইভেট চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | ncs.gov.in |
টেলিগ্রাম | Join Here |
বন্ধন ব্যাঙ্কে নিয়োগ ২০২২-২৩ | Bandhan Bank Customer Service Executive Recruitment 2022-23
পদের নাম – Post Name
এখানে বন্ধন ব্যাঙ্ক-এর লোন ডিপার্মেন্ট, KYC ভেরিফিকেশন ডিপার্মেন্ট, ক্যাস অফিসার, বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ এবং ব্রাঞ্চ রিলেশনশীপ ম্যানেজার এর অধীনে ব্যাক অফিস এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস এবং এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ – Vacancy
Bandhan Bank Customer Service Executive Recruitment 2022-23-তে সব মিলিয়ে মোট 78 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – Bandhan Bank Customer Service Executive Recruitment 2022-23 Educational Qualification
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
বয়সসীমা – Age Limit
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা হচ্ছে 17 বছর এবং সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনার জন্ম তারিখ 14/12/1992 থেকে 14/12/2005 এর মধ্যে হওয়ার প্রয়োজন।
বেতন – Salary
নেশনাল্ ক্যারিয়ার সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রতিমাসে Rs.14,500 টাকা থেকে Rs.20,700 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – Apply Online
নেশনাল্ ক্যারিয়ার সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইট ncs.gov.in থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাকে ncs.gov.in তে রেজিষ্টার করতে হবে। তারপর নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য – Application Fee
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ – Bandhan Bank Customer Service Executive Recruitment 2022-23 Application Last Date
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 12 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া – Bandhan Bank Customer Service Executive Recruitment 2022-23 Selection Process
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মধ্যে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 14.12.2022 |
আবেদন শুরু | 14.12.2022 |
আবেদন শেষ | 12.01.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদন লিঙ্ক: Apply Here
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
**জরুরি সূচনা ~ বাংলা পোর্টাল ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি ও প্রাইভেট চাকরির খবর প্রদান করা হয়। যেকোনো প্রাইভেট চাকরিতে আবেদন করার আগে চাকরির সোর্স বা নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্ক থাকে বিস্তারিত জেনে নেবেন। চাকরির নামে কেউ রেজিষ্টেশন ফিস বা অন্যান্য অজুহাত দেখিয়ে টাকা চাইলে তার থেকে দূরে থাকবেন। আপনার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে বা ঠকালে বাংলা পোর্টাল কোনোভাবেই দায়ী থাকবে না।
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 864+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 950+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 760+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 370+ | Apply Here.. |