Bandhan Bank Data Entry Operator Recruitment 2022: উচ্চ মাধ্যমিক পাসে বন্ধন ব্যাংকে DEO নিয়োগ ২০২২

Bandhan Bank Data Entry Operator Recruitment 2022: পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বন্ধন ব্যাংকে Deta Entry Operator (DEO) পদে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন কারীদের কি কি কাজ করতে হবে এবং কিভাবে কিভাবে আবেদন করবেন জানার জন্য পুরো খবরটি মন দিয়ে পড়ুন।

কোম্পানির নামShiromani Infomedia Privet Limited
চাকরির নামBandhan Bank Recruitment
পদের নামData Entry Operator
শিক্ষাগত যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস (12th Pass)
মোট শূন্যপদ35
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটncs.gov.in

Bandhan Bank Data Entry Operator Recruitment 2022

পদের নাম | Post Name

এখানে বন্ধন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হচ্ছে।

কাজে ধরন | Work Type

এখানে আবেদন চাকরি পার্থীদের ডাটা এন্ট্রি পদে কাজ করতে এবং KYC Verification এর কাজও করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা | Education Qualification

এখানে আবেদন করার জন্য পর্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকা প্রয়োজন। এছাড়াও কম্পিউটারের জ্ঞান থাকাও প্রয়োজন।

বয়সসীমা | Age Limit

Bandhan Bank Data Entry Operator Recruitment তে আবেদন করার জন্য আপনার বয়স 18 বছরের বেশি হওয়া প্রয়োজন।

বেতন | salary

এখানে প্রতি মাসে 13200 টাকা থেকে শুরু করে 27800 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি | How To Apply

Bandhan Bank Data Entry Operator Recruitment 2022

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Bandhan Bank Data Entry Operator Recruitment 2022 এর জন্য ncs.gov.in ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি ncs.gov.in ওয়েবসাইটে নতুন হন তাহলে অবশ্যয় প্রথমে রেজিষ্টার করতে হবে। আর যদি আপনি প্রথম থেকেই রেজিষ্টার করে থাকেন তাহলে লগইন করে নিতে হবে। তারপর এই চাকরির বিজ্ঞপ্তি সার্চ করে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তার প্রক্রিয়া নিচে সংক্ষিপ্ত রূপে দেখানো হলো।

  • প্রথমে ncs.gov.in ওয়েবসাইটে যান।
  • এরপর আপনি লগইন/রেজিষ্টার করুন।
  • লগইন করার পর এই চাকরিটি সন্ধান করুন (Job ID: 17T83-0031264609941J)
  • এরপর ডানদিকের Apply তে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনটি সম্পন্ন করুন।

আবেদন মূল্য | Application Fee

এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই

আবেদনের শেষ তারিখ | Last Date

এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যয় 18 এই আগস্ট এর আগে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি | Selection Process

এখানে আবেদনকারী পার্থী দের কোনো রকম লিখিত পরীক্ষা দেবার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত28.07.2022
আবেদন শুরু28.07.2022
আবেদন শেষ18.08.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.ncs.gov.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment