Bandhan Bank Recruitment 2022: উচ্চ মাধ্যমিক পাসে বন্ধন ব্যাংকে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত।
বন্ধন ব্যাংক এর তরফ থেকে স্টাফ নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস থাকেলই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে কি ধরনের কাজ করতে হবে ও কারা এখানে আবেদন করতে পাবে তা নিচে বিস্তারিত দেওয়া রয়েছে।
নিয়োগ সংস্থা | বন্ধন ব্যাংক |
পদের নাম | ব্র্যাঞ্চ অফিস এক্সিকিউটিভ |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক পাস ও স্নাতক |
মোট সুণ্যপদ | ৩১ টি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
Bandhan Bank Recruitment 2022 – বিবরণ
পদের নাম ~ এখানে মূল পদে নিয়োগ করা হচ্ছে- ব্র্যাঞ্চ অফিস এক্সিকিউটিভ। এছাড়াও আরো কিছু ব্যাংকিং সেক্টরের কাজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেগুলি হলো – লোন রিকভারি, ক্রেডিট কার্ড, ফোন ব্যাংকিং এবং আরো অন্যান্য।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করার জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করা প্রয়োজন। এছাড়াও স্নাতক করা থাকলেও আবেদন করতে পারবেন।
শূন্যপদ ~ এখানে নির্দিষ্ট কোনো সুন্যপাদ সংখ্যা বলা সম্ভব নয় আনুমানিক বলাযায় প্রায় 30 এরও বেশি সুণ্যপাদ রয়েছে। কারন কিছুদিন ছাড়া ছাড়াই এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং শূন্যপদ ক্রমশ বেশি কম হতে থাকে। বিস্তারিত জানতে ncs.gov.in সাইট চেক করুন।
বেতন ~ এখানে প্রতিমাসে ১২,৩০০ টাকা থেকে ২৯,৭০০ টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।
Bandhan Bank Recruitment 2022 – আবেদন পদ্ধতি
আপনারা এই পদটির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তাছাড়া অফিসিয়াল নোটিসে দেওয়া মোবাইল নম্বরে কল করেও আবেদন করতে পারেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তার পদ্ধতি নিচে দেওয়া হলো –
- ncs.gov.in সাইটে যান
- রেজিষ্টার বা লগইন করে নিন
- বন্ধন ব্যাংক এর বিজ্ঞপ্তি খুঁজে সেখানে ক্লিক করুন
- উপরের ‘Apply’ বটানে ক্লিক করুন
- প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন
- ভবিষ্যতে প্রয়োজনের ক্ষেত্রে পেজটির স্ক্রীনশট বা প্রিন্ট আউট করে রাখুন।
Bandhan Bank Recruitment 2022 – নিয়োগ পদ্ধতি
এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিস টি দেখুন অথবা অফিসিয়াল নোটিসে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিষয় | লিঙ্ক |
---|---|
বিজ্ঞপ্তি প্রকাশিত | 04/06/2022 |
আবেদন শুরু | 04/06/2022 |
আবেদন শেষ | 02/09/2022 |
বিষয় | লিঙ্ক |
---|---|
অফিসিয়াল নোটিস | Click Here |
আবেদন লিঙ্ক | Click Here |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | Click Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- মাধ্যমিক পাসের চাকরির খবর
- উচ্চ মাধ্যমিক পাসের চাকরির খবর
- স্টুডেন্টদের জন্য সেরা পার্ট টাইম জব
বন্ধন ব্যাংকে চাকরির বেতন কত ?
এখানে যে পদের কথা উল্লেখ রয়েছে এতে বেতন রয়েছে ১২,৩০০ টাকা থেকে ২৯,৭০০ টাকা পর্যন্ত।
বন্ধন ব্যাংকে চাকরির জন্য কোথায় আবেদন করবো ?
এখানে বন্ধন ব্যাংকের যে চাকরি উল্লেখ রয়েছে তার জন্য ncs.gov.in থেকে আবেদন করতে পারবেন।
বন্ধন ব্যাংকে চাকরি করার জন্য কতো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?
বন্ধন ব্যাংকের চাকরির বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এখানে যে পদের কথা বলা হয়েছে তার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে।
Sir amar choto theake eaccha bank account ar kaj kora
Sir ami ai bank a kaj korte chai amar jibon a anoke kichu korte chai
Sir, I live in a very poor family.I am currently studying in 1st year but due to poor financial condition of the family it is not possible to continue my studies. I want to do this job in this bank . So please accept my request and I will be forever grateful.
Sir,
AMI AI BANK A JOB KORTE CHAI. AMI KOYEK BACHHOR AGEO APPLY KORE CHHILAM,KINTU FEEDBACK PALAM NA.TAI ABAR APPLY KORLAM, PLEASE SAVE MY POOR FAMILY.
THANKS
YOUR SINCERELY
SOVON MALIK