Bandhan Bank Urgent Job Vacancy 2022 West Bengal: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বন্ধন ব্যাংকে আর্জেন্ট স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেশনাল্ ক্যারিয়ার সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইটে (ncs.gov.in)। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যয় উচ্চ মাধ্যমিক পাস ও তার সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষা জানতে হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য পুরো খবরটি পড়ুন।
কোম্পানির নাম | SHIROMANI INFOMEDIA PRIVATE LIMITED |
চাকরির নাম | Urgent Stuff Selection Notice For Bandhan Bank 2022 |
পদের নাম | Coustomer Service Officer |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাশ (12th Pass) |
মোট শূন্যপদ | 20 |
চাকরির স্থান | নিকটবর্তী ব্যাংকে |
ওয়েবসাইট | www.ncs.gov.in |
Bandhan Bank Urgent Job Vacancy 2022

পদের নাম | Post Name
এখানে বন্ধন ব্যাংকে কাস্টমার সার্ভিস অফিসার (Castomer Service Officer) পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা | Education Qualification
Bandhan Bank Urgent Job Vacancy 2022 তে আবেদন করার জন্য আপনাকে অবশ্যয় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে সাধারণ ধারণা থাকা প্রয়োজন। এছাড়াও বাংলা অথবা হিন্দি এবং ইংলিশ ভাষা জানতে হবে।
বয়সসীমা | Age Limit
এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই 18 বছর থেকে 30 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নোটিশের মধ্যে কোনোরকম বয়স ছাড় এর কথা উল্লেখ করা হয়নি।
মোট শূন্যপদ | Total Vacancy
নোটিশের মধ্যে মোট 20 টি শূন্যপদে নিয়োগ এর কথা উল্লেখ করা হয়েছে।
বেতন | Salary
এখানে প্রতিমাসে 15,600 টাকা থেকে শুরু করে 25,400 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি | How To Apply For Bandhan Bank Urgent Job Vacancy 2022
Bandhan Bank Urgent Job Vacancy 2022 Apply Online Prosess: আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ncs.gov.in ওয়েবসাইটে গিয়ে এই চাকরিটি সার্চ করে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি সম্পর্কে নিচে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো।
- প্রথমে ncs.gov.in ওয়েবসাইট যান (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)
- আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে রেজিষ্টার করেনিন।
- এই চাকরিটি সার্চ করুন (Job ID: 17T85-0054183104351J)।
- উপরের ডানদিকে Apply তে ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন।
নিচে আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি আবেদন করতে পানের।
যোগাযোগ | Contact Details
নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন। আপনার সামনে যে পেজটি খুলবে সেটির একদম নিচে মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ইমেইল আইডি পেয়ে যাবেন। কোনো সমস্যা থাকলে সেখানে যোগাযোগ করুন।
বিদ্র – আমাদের কর্মসন্ধান গ্রুপের এডমিন এর মোবাইল নম্বরে কল বা ম্যাসেজ করবেন না।
নিয়োগ পদ্ধতি | Bandhan Bank Urgent Job Vacancy 2022 Selection Process
Bandhan Bank Urgent Job Vacancy 2022 Selection Process: এখানে আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ | Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 30.07.2022 |
আবেদন শুরু | 30.07.2022 |
আবেদন শেষ | 17.08.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক| Importent Links
- আবেদন লিঙ্ক – Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট – ncs.gov.in
- আমাদের টেলিগ্রাম – Join Here Free
***জরুরি সূচনা ~ বাংলা পোর্টাল ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি ও প্রাইভেট চাকরির খবর প্রদান করা হয়। যেকোনো প্রাইভেট চাকরিতে আবেদন করার আগে চাকরির সোর্স বা নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্ক থাকে বিস্তারিত জেনে নেবেন। চাকরির নামে কেউ রেজিষ্টেশন ফিস বা অন্যান্য অজুহাত দেখিয়ে টাকা চাইলে তার থেকে দূরে থাকবেন।
I am Tapan Kumar Jana l come of very poor family l need a job very soon Please my apple kindly granted