Bank Of India-এর সমস্ত জেলার ব্রাঞ্চে ৫০০ জন কর্মী নিয়োগ, শুরুতেই ৩৬,০০০/- টাকা বেতন

Bank Of India PO Recruitment 2023: ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক Bank of India-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৫০০টি শূন্যপদে Probationary Officers নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ২৫ এই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Bank Of India PO Job Vacancy 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBank Of India
পদের নামProbationary Officers
মোট শূন্যপদ৫০০ টি
বেতন (₹)৩৬,০০০ – ৬৩,৮৪০/-
চাকরির ধরনব্যাংকের চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটbankofindia.co.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ব্যাংক অফ ইন্ডিয়াতে নিয়োগ ২০২৩ (Bank Of India PO Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে Bank Of India এর পক্ষে থেকে Probationary Officers পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Bank of India PO Total Vacancy 2023)

সব মিলিয়ে এখানে মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে। Credit Officer – ৩৫০ টি শূন্যপদ এবং IT Officer – ১৫০ টি দেখুন।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Bank Of India PO Vacancy 2023-তে Credit Officer আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে স্নাতক করা থাকতে হবে।

এবং IT Officer পদে আবেদন করার জন্য B.Tech/ PG in CS/ECE/IT অথবা DOEACC “B” Level করা থাকতে হবে।

বয়সসীমা (Bank of India PO Age Limit 2023)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ০১.০২.২০২৩ তারিখ অনুযায়ী ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Bank of India PO Salary 2023)

Bank Of India PO Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রতিমাসে ৩৬,০০০ টাকা থেকে শুরু করে ৬৩,৮৪০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

আবেদন পদ্ধতি (Bank Of India PO Recruitment 2023 Apply Process)

আগ্রহী ও যোগ্য ব্যক্তি এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট bankofindia.co.in এর Careers বিভাগে গিয়ে “Recruitment of Probationary Officers in JMGS-I Project No. 2022-23/3 Notice dated 01.02.2023” তে ক্লিক করুন। আবেদন করার পদক্ষেপগুলো নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

Bank Of India PO Recruitment 2023
  • নিচে আবেদন লিঙ্কে ক্লিক করুন। (যদি মোবাইলের মাধ্যমে করছেন তাহলে ফোনটি ল্যান্ডস্কেপ করুন, নয়তো সাইটটি খুলবে না)
  • সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন করুন।
  • এসএমএস এর মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেটিকে সংরক্ষিত করে রাখুন।
  • ‘COMPLETE REGISTRATION’-তে ক্লিক করার পর আর তথ্য পরিবর্তন করতে পারবেন না। তাই ভালোকরে আবেদন পত্র পূরণ করবেন।
  • অনলাইন আবেদনপত্র পূরণ করে Save & Next-তে ক্লিক করুন।
  • ছবি, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর Privew Tab তে ক্লিক করে সমস্ত তথ্য যাচাই করে দেখুন।
  • সমস্ত তথ্য সঠিক থাকলে ‘COMPLETE REGISTRATION’-তে ক্লিক করুন।
  • এরপর ‘Payment’ ট্যাব তে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করুন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।

আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Application Fee)

Bank Of India PO Recruitment 2023-তে আবেদন করার জন্য ৮৫০/- টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা আবেদন মূল্য প্রয়োজন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে আগামী ২৫ এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Bank Of India PO Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, গ্রুপ আলোচনা, ব্যক্তিগত ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে পার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এবং কল্যানিতে পরীক্ষার কেন্দ্র রয়েছে। পরীক্ষার নিয়মাবলী, নম্বর বিভাজন এবং বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১১.০২.২০২৩
আবেদন শুরু১১.০২.২০২৩
আবেদন শেষ২৫.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

F.A.Q

Bank Of India Job Vacancy 2023-তে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?

Bank Of India Job Vacancy 2023-তে Credit Officer এবং IT Officer পদে নিয়োগ করা হচ্ছে।

Bank Of India PO Vacancy 2023-তে আবেদন করার শেষ তারিখ কত?

Bank Of India PO Vacancy 2023-তে আবেদন করার শেষ তারিখ হলো ২৫এই ফেব্রুয়ারি ২০২৩।

Bank Of India PO Recruitment 2023 Notification ডাউনলোড করবো কিভাবে?

উপরের Download PDF-তে ক্লিক করে Bank Of India PO Recruitment 2023 Notification ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment