ভারতে শুরু হয়েছে একটি নতুন স্ক্যাম, নিমেষে হতে পারে আপনার ব্যাংক একাউন্ট থেকে সমস্ত টাকা চুরি। কি এই স্ক্যাম? কিভাবে প্রতারকরা আপনার একাউন্ট থেকে টাকা চুরি করছে এবং আপনি এই কেলেঙ্কারি থেকে কিভাবে বাঁচবেন? এই বিষয়ে বিস্তারিত তথ্য জানুন আজকের এই প্রবন্ধে।

কি এই স্ক্যাম?
ভারত সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ৩১এই মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। না করলে আপনার প্যান কার্ড নিস্ক্রিয় হবার সম্ভবনা রয়েছে এবং ১০০০ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হবে। এই খবরের সুযোগে প্রতারকরা করছে একটি নতুন স্ক্যাম। আপনি যদি এদের ফাঁদে পা দেন তাহলে আপনারও ব্যাংক একাউন্ট হয়ে যেতে পারে নিমেষের মধ্যে ফাঁকা।
প্রতারকরা আপনার মোবাইলে ম্যাসেজের মাধ্যমে প্যান কার্ড এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য একটি ভুয়ো ওয়েবসাইটের লিংক পাঠাবে। আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করে আধার কার্ড এর সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার চেষ্টা করেন তাহলেই আপনার একাউন্ট খালি করে দেবে স্ক্যামাররা। যেহেতু এখন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতা মূলক, তাই এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সাধারণ মানুষদের ভুয়ো লিঙ্ক পাঠিয়ে স্ক্যাম করছে।
এর থেকে বাঁচার উপায়
এই স্ক্যাম থেকে বাঁচার জন্য কোনোরকম ফেক ম্যাসেজের লিঙ্কে ডুকে নিজের প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য দিবেন না। প্যান কার্ডের সঙ্গে আঁধার কার্ড লিঙ্ক ভারতের আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://incometaxindiaefiling.gov.in/ তে যান। আঁধার সেবার অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ তে গিয়ে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা পদ্ধতি দেখুন এবং ওই নিয়ম অনুযায়ী লিঙ্ক করুন।
এই ধরনের স্ক্যাম এর শিকার যাতে আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব না হয়, সেই জন্য এই পোস্টটি তাদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য বাংলা ভাষায় পেতে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হন।
হোয়াটসঅ্যাপ | Join Group |
টেলিগ্রাম | Join Here |
অন্যান্য খবর | Click Here |