Bankura District Pera Legal Volunteer Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে পেরালিগ্যাল ভলেন্টিয়ার (Peralegal Volunteer) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৪২ টি শূন্য পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। বাঁকুড়া প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ ২০২৩ তে আবেদন কিভাবে করবেন, আবেদনপত্রের লিঙ্ক, প্রয়োজনীয় যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Bankura District Coart |
---|---|
পদের নাম | প্যারালিগল ভলেন্টিয়ার |
মোট শূন্যপদ | 42 টি |
বেতন | Rs.500/Day |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | বাঁকুড়া, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | bankura.gov.in |
টেলিগ্রাম | Join Here |
বাঁকুড়া জেলায় পেরালিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ ২০২৩ (Bankura District Pera Legal Volunteer Recruitment 2022-23)
পদের নাম (Post Name)
এখানে বাঁকুড়ার জেলা কোর্টের তরফ থেকে পেরালিগ্যাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Bankura District Pera Legal Volunteer Vacancy 2022-23)
বাঁকুড়া জেলার পেরালিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ ২০২৩-তে মোট ৪২ টি শূন্য পদ রয়েছে। কোন ব্লকে কতগুলি শূন্য পদ রয়েছে জানার জন্য নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Bankura District Pera Legal Volunteer Recruitment 2022-23-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই Pera Legal Volunteer পদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
সর্বনিম্ন আঠারো বছর বয়স হলে পেরালিগ্যাল ভলেন্টিয়ার পদে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করা সর্বোচ্চ বয়সসীমা বিষয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ নেই।
বেতন (Pera Legal Volunteer Salary)
বর্তমানে প্রতিদিন 500/- টাকা সম্মানী হিসেবে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বিদ্যমান NALSA এবং SLSA নিয়ম ও প্রবিধান অনুযায়ী Pera Legal Volunteer-এর কাজ সম্মানী ছাড়া কোনো বেতন, পারিশ্রমিক বা মজুরি বহন করে না। উপরন্তু, যুক্তিসঙ্গত ভ্রমণ ব্যয় প্রমাণের জন্য PLVS-কে পরিশোধ করা যেতে পারে।
আবেদন পদ্ধতি (Bankura District Pera Legal Volunteer Recruitment 2022-23 Apply Process)
এখানে অনলাইনের আবেদনের সুবিধা না থাকায়া পার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে এবং বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে অফিসের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- জন্ম প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Chairman,
District Legal Services Authoriy, Bankura”.
Address:-ADR Building, District Judges Court
Compound, Bankura, Pin-722101
আবেদনের শেষ তারিখ (Last Date)
বাঁকুড়া জেলার প্যারালিগাল ভলেন্টিয়ার পদে আবেদন করার শেষ তারিখ হল ২০এই জানুয়ারি ২০২৩ (সময় বিকেল ৫টা পর্যন্ত)।
নির্বাচন প্রক্রিয়া (Bankura District Pera Legal Volunteer Recruitment 2022-23 Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদন পত্রে কোন রকমের ত্রুটি থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং যেসব আবেদন পত্র সঠিক থাকবে তাদেরকে ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১.১২.২০২২ |
আবেদন শুরু | ২১.১২.২০২২ |
আবেদন শেষ | ২০.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
1 thought on “ব্লকে ব্লকে পেরালিগ্যাল ভলেন্টিয়ার নিয়োগ ২০২৩ | Bankura District Pera Legal Volunteer Recruitment 2022-23”