Bankura ICDS Recruitment 2022: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় প্রচুরপরিমানে অঙ্গনওয়ারী কর্মী ও সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টটির মধ্যে শুধুমাত্র শেষ প্রকাশিত দুটি বিজ্ঞপ্তি সম্পর্কে উল্লেখ রয়েছে। এই দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 ডিসেম্বর 2022। এইতিমধ্যেই এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী 19 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ICDS Recruitment 2022 Bankura তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পক্তিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | ICDS |
---|---|
পদের নাম | অঙ্গনওয়ারী কর্মী ও সহকারী (AWW, AWH) |
মোট শূন্যপদ | 19 টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন প্রক্রিয়া | অফলাইন |
স্থান | ওন্দা, বাঁকুড়া |
ওয়েবসাইট | bankura.gov.in |
Note* বাঁকুড়া জেলার অন্যান্য স্থানের ICDS – AWW, AWH নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে 👉 এখানে ক্লিক করুন।
বাঁকুড়া জেলায় অঙ্গনওয়ারী কর্মী ও সহকারী নিয়োগ ২০২২
পদের নাম – Post Name
এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় ওন্দা ব্লকে অঙ্গনওয়ারী কর্মী (AWW) ও অঙ্গনওয়ারী সহকারী (AWH) পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ – Bankura ICDS Recruitment 2022 Vacancy
এখানে মোট 19 টি শূন্যপদ আছে।
শ্রেণী | মোট শূন্যপদ |
---|---|
UR | 13 টি |
SC | 4 টি |
ST | 2 টি |
মোট | 19 টি |
শিক্ষাগত যোগ্যতা – Bankura ICDS Recruitment 2022 Educational Qualification
Bankura ICDS Recruitment 2022 তে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকলেই হবে।
বয়সসীমা – Age Limit
Bankura ICDS AWW AWH Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে 65 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এর মধ্যে কোনো রকম বয়স ছাড়ের কথা উল্লেখ নেই।
আবেদন পদ্ধতি – Bankura ICDS Recruitment 2022 Apply Process
এখানে আবেদন করার অনলাইন সুবিধা না থাকার কারণে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট বা নিজের ব্লকে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রের ডানদিকের উপরের কোনায় আবেদনকারীর পাসপোর্ট সাইজ রগীন ছবি তাহাতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে সেটিকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
**আবেদন করার আগে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে নিয়মাবলী পড়ে দেখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট – Required Documents
- ভোটার ও আঁধার কার্ড।
- নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র।
- বয়সের প্রমানপত্র।
- শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র।
- জাতিগত সংশাপত্রের প্রমান।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, ওন্দা আই.সি.ডি.এস প্রকল্পের অফিস।
আবেদনের শেষ তারিখ – Bankura ICDS Recruitment 2022 Last Date
আগ্রহী পার্থী এখানে আগামী 19 ডিসেম্বর 2022 বিকেল 4 টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া – ICDS AWW AWH Recruitment Silection Process
এখানে আবেদনকারী চাকরি পর্থীদের প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। বৈধ আবেদনকারী পর্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। 35 নম্বর এর লিখিত পরীক্ষা, 5 নম্বরের মৌখিক পরীক্ষা এবং 10 নম্বর কাজের অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হবে। সব মিলিয়ে মোট 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষার বিষয়ে পাটিগণিত 10 নম্বর, ইংলিশ 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলা সংক্রান্ত বিষয়ে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 5 নম্বর এর প্রশ্ন থাকবে।
গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 02.12.2022 |
আবেদন শুরু | 05.12.2022 |
আবেদন শেষ | 19.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি ১: Download PDF
- অফিসিয়াল বিজ্ঞপ্তি ২: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: bankura.gov.in
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |