জেলা ইউনিভার্সিটি-তে গ্রুপ-ডি পদে নিয়োগ – বেতন ১০ হাজার টাকা | Bankura University Group-D Recruitment 2023

Bankura University Group-D Recruitment 2023: পশ্চিমবঙ্গের বাঁকুড়া ইউনিভার্সিটি-তে গ্রুপ-ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। বাঁকুড়া ইউনিভার্সিটি-তে Group-D পদে কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBankura University
পদের নামCaretaker
মোট শূন্যপদ২ টি
বেতন (₹)১০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি (চুক্তিভিত্তিক)
আবেদন মোডইন্টারভিউ
স্থানবাঁকুড়া, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটbankurauniv.ac.in
টেলিগ্রামJoin Here

বাঁকুড়া ইউনিভার্সিটি-তে গ্রুপ-ডি পদে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

বাঁকুড়ার ইউনিভার্সিটি-তে চুক্তিভিত্তিক Group-D পদে নিয়োগ করা হবে। পদের নাম কেয়ারটেকার (Caretaker)।

মোট শূন্যপদ (Total Vacancy)

Bankura University Group-D Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট দুটি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে।

বয়সসীমা (Age Limit)

বাঁকুড়া ইউনিভার্সিটি কেয়ারটেকার নিয়োগ ২০২৩-এর অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কোনরকম বয়স সীমার কথা উল্লেখ করা নেই। যে কোন বয়সী হলে এখানে আবেদন করতে পারবেন।

বেতন (Salary)

এখানে কেয়ারটেকার (Group-D) পদে কর্মকর্তাদের প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Bankura University Group-D Recruitment 2023 Apply Process)

বাঁকুড়া ইউনিভার্সিটি তে Caretaker নিয়োগ ২০২৩ এর জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগে থেকে কোন আবেদন করার প্রয়োজন নেই। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ডকুমেন্টস নিয়ে ৪এই জানুয়ারি ২০২৩ তারিখে সরাসরি ইন্টারভিউ স্থলে উপস্থিত থাকলেই হবে। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ-এর স্থান

Administrative Building, 2 nd Floor, Main Campus, Bankura University.

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৫.১২.২০২২
ইন্টারভিউ০৪.০১.২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment